Academy

ইতিহাস শিক্ষক সুমন কায়সার ছাত্রছাত্রীদের বাঙালিরা কেন স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিল দলীয়ভাবে তার বর্ণনা করতে বলেন। ছাত্রছাত্রীরা 'ক' ও 'খ' দলে বিভক্ত হয়ে কাজটি সম্পন্ন করে

ক' দল: স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা-

১. ভাষা আন্দোলন

২. ছয়দফা আন্দোলন

৩. গণঅভ্যুত্থান

৪. ১৯৭০ সালের নির্বাচন

৫. ৭ মার্চের ভাষণ

'খ' দল, যে বিষয়গুলোর জন্য স্বাধীনতা যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল-

১. সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক বৈষম্য

২. ২৫ মার্চের অপারেশন সার্চ লাইট

৩. পশ্চিম পাকিস্তানিদের নির্যাতন, নিপীড়ন, শোষণ ও বঞ্চনা।

ক' দলের উল্লেখ্যকৃত ৭ মার্চের ভাষণ স্বাধীনতা সংগ্রামে কীভদে অনুপ্রেরণা যুগিয়েছিল? ব্যাখ্যা করো। (প্রয়োগ)

Created: 1 year ago | Updated: 5 months ago
Updated: 5 months ago
Ans :

উদ্দীপকে 'স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা' বিষয়ের তালিকা প্রণয়ন করতে গিয়ে 'ক' দল ৭ মার্চের ভাষণের উল্লেখ করে।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পরদিন থেকে সারাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয়ে যায়। তাঁর নির্দেশ অনুসারে দেশের স্কুল-কলেজ, অফিস- আদালত, কল-কারখানা সব বন্ধ হয়ে যায়। ১০ মার্চ সরকার এক সামরিক আদেশ জারি করে সকল কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেন। কিন্তু এর পরও পূর্ব পাকিস্তানের সর্বস্তরের জনগণ অসহযোগ আন্দোলন অব্যাহত রাখে। ৭ মার্চের ভাষণের পর থেকে সৃষ্ট অসহযোগ আন্দোলন ধীরে ধীরে বাঙালিকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করে।

1 year ago

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

🏛️ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা – নবম-দশম শ্রেণি | SSC | NCTB অনুমোদিত

আপনি কি খুঁজছেন “বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নবম-দশম শ্রেণি PDF”, CQ/MCQ প্রশ্ন–উত্তর, কিংবা সহজ ও ব্যাখ্যাসহ পাঠ বিশ্লেষণ?

✅ SATT Academy–তে আপনি পাবেন:

  • অধ্যায়ভিত্তিক সহজ ব্যাখ্যা ও গুরুত্বপূর্ণ তথ্য
  • MCQ + CQ প্রশ্ন–উত্তর ও সাজেশন
  • ভিডিও লেকচার ও লাইভ কুইজ
  • সরকারি PDF ডাউনলোড লিংক
  • সবকিছুই বিনামূল্যে এবং পরীক্ষায় সহায়কভাবে সাজানো

📘 আলোচিত অধ্যায়সমূহ:

  • বাংলা জাতির শেকড় – প্রাচীন সভ্যতা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন
  • মুঘল ও বৃটিশ শাসনকাল – উপনিবেশ ও প্রতিরোধ
  • পাকিস্তান শাসনামল ও বাঙালির জাতীয়তাবাদ
  • মহান মুক্তিযুদ্ধের ইতিহাস
  • স্বাধীন বাংলাদেশের জন্ম ও সংবিধান
  • বিশ্বের প্রাচীন সভ্যতা – মেসোপটেমিয়া, মিশর, সিন্ধু, চীন
  • আধুনিক ইতিহাস ও বৈশ্বিক পরিবর্তন

✅ এখানে যা থাকছে:

  • প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা ও তথ্যচিত্রসহ বিশ্লেষণ
  • বোর্ড অনুযায়ী CQ ও MCQ প্রশ্ন–উত্তর ও মডেল টেস্ট
  • ভিডিও লেকচার ও চিত্রসহ অধ্যায় বিশ্লেষণ
  • PDF, ইমেজ নোট ও কুইজ ডাউনলোড
  • Live Test দিয়ে নিজের প্রস্তুতি যাচাই

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা PDF ডাউনলোড

(লিংকে ক্লিক করে সরকারি বইটি অনলাইনে পড়তে বা ডাউনলোড করতে পারবেন)


👨‍👩‍👧‍👦 কারা উপকৃত হবেন:

  • শিক্ষার্থী: বোর্ড পরীক্ষার জন্য সাজানো সেরা কনটেন্ট
  • শিক্ষক: ক্লাসে শেখাতে উপযোগী বিশ্লেষণ ও উদাহরণ
  • অভিভাবক: সন্তানকে ইতিহাস শেখাতে সহায়ক গাইড
  • টিউটর: প্রশ্ন তৈরি ও অনুশীলনের জন্য সঠিক উৎস

⚙️ কীভাবে ব্যবহার করবেন:

  • অধ্যায় নির্বাচন করুন
  • ব্যাখ্যা ও প্রশ্ন–উত্তর পড়ুন
  • ভিডিও দেখুন ও Live Test দিন
  • ইমেজ বা PDF ডাউনলোড করুন
  • কমেন্টে নিজের ব্যাখ্যা যুক্ত করে শিখুন ও শিখান

✨ কেন SATT Academy?

✔️ ১০০% ফ্রি, বিজ্ঞাপনবিহীন ও আপডেটেড কনটেন্ট
✔️ পরীক্ষা–উপযোগী সাজানো প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা
✔️ চিত্র, টাইমলাইন ও ভিজ্যুয়াল ব্যাখ্যা সহ শেখা আরও সহজ
✔️ মোবাইল ফ্রেন্ডলি ও দ্রুত লোডিং ওয়েবসাইট
✔️ শিক্ষার্থী–শিক্ষক–অভিভাবক সবার জন্য কার্যকরী প্ল্যাটফর্ম


🔍 সার্চ-সহায়ক কীওয়ার্ড:

  • বাংলাদেশের ইতিহাস নবম-দশম শ্রেণি
  • SSC History & Civilization
  • বিশ্বসভ্যতা MCQ PDF
  • বাংলাদেশ ও বিশ্ব ইতিহাস প্রশ্ন উত্তর
  • Class 9 10 Itihash PDF
  • SATT Academy History Book

🚀 আজই পড়াশোনা শুরু করুন!

ইতিহাস শুধু তথ্য নয়—এটা আমাদের পরিচয়, আত্মবিশ্বাস ও ভবিষ্যতের পথনির্দেশক।
SATT Academy–এর মাধ্যমে ইতিহাস ও বিশ্বসভ্যতা হয়ে উঠুক আপনার জানা ও বোঝার আনন্দময় একটি যাত্রা।

📚 SATT Academy – শেখা হোক সত্য, সুনির্দিষ্ট ও সবার জন্য উন্মুক্ত।

Content added By

Related Question

View More

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির তথা পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়। সে সময় পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র, নিরীহ ও স্বাধীনতাকামী সাধারণ জনতার ওপর হামলা করে। তারা এ দেশের নিরীহ জনগণের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তানি সেনাবাহিনী তাদের এ অভিযানের নাম দেয় 'অপারেশন সার্চ লাইট'।

উদ্দীপকে বর্ণিত আব্রাহাম লিঙ্কনের চরিত্র ও কর্মকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি লক্ষ করা যায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার চরিত্রে দয়া, সরলতা, উপস্থিত বুদ্ধি ও বাগ্মিতার সন্নিবেশ ঘটেছিল। তিনি বাংলাদেশের রাজনীতিতে অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তিনি বাংলার মেহনতী মানুষের অধিকার আদায়ের জন্য সারাজীবন সংগ্রাম করে গেছেন। এছাড়াও পশ্চিম পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে তিনি নিরীহ বাঙালিদের রক্ষা করেন। বীর বাঙালি তার নেতৃত্বে অস্ত্রধারণ করে বাংলাদেশ স্বাধীন করেছিল।
উদ্দীপকে আমরা লক্ষ করি, আব্রাহাম লিঙ্কন ছিলেন দয়া, সরলতা, বাগ্মিতা ও মিষ্টি ব্যবহারের অধিকারী। রাজনীতির ক্ষেত্রে তিনি অনন্য প্রতিভার সাক্ষর রেখে গেছেন। তার এ বিষয়গুলোর সাথে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র এবং কর্মকাণ্ডের মিল দেখতে পাই।

উদ্দীপকের আব্রাহাম লিংকনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তার বলিষ্ঠ ও আপোসহীন নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি।
বাঙালি জাতির মুক্তির লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালে ছাত্রলীগ এবং ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান, ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখেন।
এছাড়া তিনি ১৯৬৬ সালের ছয়দফাভিত্তিক আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নজিরবিহীন বিজয় এবং ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা অর্জনে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লে ২৬ মার্চ ১৯৭১-এর প্রথম প্রহরে তিনি সরাসরি স্বাধীনতা ঘোষণা করেন। তাঁর আহ্বানে সাড়া দিয়েই বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করে।
পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক এবং তার বলিষ্ঠ নেতৃত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি।

১৯৭১ সালের ২৬ ডিসেম্বর বিকেল চারটা একত্রিশ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের অধিনায়ক জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্যসহ বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লে জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে নিঃশর্ত আত্মসমর্পন করেন।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...