সংক্ষিপ্ত- প্রশ্নোত্তর সমাধান
FPGA হলো এক ধরনের প্রোগ্রামযোগ্য লজিক চিপ। কম্পিউটারের মতো কাজ করতে পারে সেরকম ছোট ছোট মাইক্রো কন্ট্রোলার, FPGA এবং PLA হচ্ছে Programmable Logic Array এটিও মাইক্রোকন্ট্রোলারের মতো কাজ করে। ল্যাবরেটরির ব্যবহারিক গবেষণা করতে FPGA ও PLA মতো যন্ত্র ব্যবহার করে যেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এমনকি এক যন্ত্রের তথ্য অন্যে যন্ত্রে নিয়ে যেটা প্রক্রিয়া করার জন্যই এই রকম যন্ত্র ব্যবহার হয়। যন্ত্রের ভিতর সেগুলো বসিয়ে দিয়ে যন্ত্রগুলোকে অনেক স্বয়ংক্রিয় করে দিয়ে গবেষণার পুরো কাজটি অনেক সহজ করে দেওয়া হয়।
ঢাকায় বসবাসকারী সুমন তার বোনের বিয়ের জন্য দিনাজপুর হতে পোলাওর চাল কিনতে চায়। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সে পোলাওর চাল কিনতে পারে?
কী করে হাজার মাইল দূরে থেকেও অসুস্থ রোগির জটিল অপারেশন করা যায় ব্যাখ্যা কর।
প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে – ব্যাখ্যা কর।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?