দক্ষিণ আফ্রিকার অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জেল, জুলুম ও নির্যাতনের শিকার হন। নির্বাসিত জীবনযাপন করেন। ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তাঁর জীবন থেকে কেড়ে নেয় ২৭টি বছর। কিন্তু তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বর্ণবাদের।
স্বৈরাচারী শাসকগোষ্ঠী যাতে এদেশের মানুষকে অন্যায়ভাবে শাসন-শোষণ ও হত্যা করতে না পারে সে জন্য শেখ মুজিবুর রহমান 'প্রত্যেকের ঘরে ঘরে দুর্গ গড়ে তোল' কথাটি বলেছিলেন।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই শাসকগোষ্ঠী বাঙালিদের ওপর শোষণ করতে থাকে। এর বিরুদ্ধে বাঙালিরা বিভিন্ন সময়ে আন্দোলন করে। প্রতিবারই শাসকদের নির্দেশে নির্বিচারে বাঙালিদের হত্যা করা হয়। তাদের এই অন্যায় আচরণ আর শোষণের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালিকে ঐক্যবদ্ধ করে শত্রুদের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি এদেশের সর্বস্তরের মানুষকে বলেন- 'প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল'।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?