নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
| মৌল | ইলেকট্রন সংখ্যা |
| (i) | 18 |
ছক: X
| মৌল | পারমাণবিক সংখ্যা |
| (ii) | 3 |
| (iii) | 10 |
| (iv) | 17 |
ছক: Y
যছক: Y এর (ii) ও (iv) নং মৌলদ্বয়ের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 17। অর্থাৎ (ii) ও (iv) নং মৌলদ্বয় যথাক্রমে লিথিয়াম (Li) ও ক্লোরিন (CI)। লিথিয়াম ও ক্লোরিন পরস্পরের সাথে আয়নিক বন্ধনে যুক্ত হয়ে যৌগ গঠনে সক্ষম। নিচে তা বিশ্লেষণ করা হলো-Li ও CI এর ইলেকট্রন বিন্যাস নিয়ে পাই-
Li(3) 2, 1
Cl(17) 2, 8, 7
ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, লিথিয়ামের সর্বশেষ কক্ষপথে । টি ইলেকট্রন আছে। আবার ক্লোরিনের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা 7। লিথিয়াম ও ক্লোরিন উভয় পরমাণুই স্থিতিশীল নয়। লিথিয়াম পরমাণু স্থিতিশীল হওয়ার জন্য তার সর্ববহিঃস্থ শক্তিস্তরের 1টি ইলেকট্রন ত্যাগ করে Li' ক্যাটায়নে পরিণত হয় এবং নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের স্থিতিশীল ইলেকট্রনীয় কাঠামো লাভ করে।
আবার ক্লোরিন পরমাণু তার সর্ববহিঃস্থ শক্তিস্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় এবং নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের স্থিতিশীল ইলেকট্রনীয় কাঠামো লাভ করে।
বিক্রিয়া:
ফলে সৃষ্ট ' ও আয়নদ্বয় একটি আকর্ষণ বল অর্জন করে এবং পরস্পরের সাথে আয়নিক বন্ধনে আবদ্ধ হয়ে লিথিয়াম ক্লোরাইড (LiCI) আয়নিক যৌগ গঠন করে।
অপরদিকে, (iii) নং মৌলের পারমাণবিক সংখ্যা 10। অর্থাৎ মৌলটি নিয়ন (Nc)। নিয়ন (Ne) নিষ্ক্রিয় একটি মৌল, যা কোনো যৌগ গঠনে সক্ষম নয়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?