দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার!
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছে জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার।
"জাতীয় জীবনে যোগ্য নেতৃত্বের ভূমিকা উদ্দীপক ও 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' রচনায় সমভাবে প্রতিফলিত হয়েছে।"-মন্তব্যটি যথার্থ।
জাতির সংকটময় মুহূর্তে জাতীয় নেতৃত্বের ভূমিকা অপরিসীম। কারণ যোগ্য নেতৃত্বই পারে শোষিত-নিপীড়িত জাতিকে মুক্তির পথ দেখাতে, সবাইকে একই পতাকাতলে সমবেত করতে।
উদ্দীপকে জাতীয় নেতৃত্বের কথা বলা হয়েছে। এখানে জাতি চরম দুর্দশাগ্রস্ত। তাই যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করা হয়েছে। অন্যদিকে 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' রচনায় শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বের বিষয় বর্ণিত হয়েছে। বাঙালি জাতি যখন পাকিস্তানি শাসকবর্গের অত্যাচারে অতিষ্ঠ, তখন তিনিই বাঙালিকে মুক্তির পথ দেখিয়েছেন।
উদ্দীপকে জাতির মুক্তির জন্য সুযোগ্য জাতীয় নেতৃত্ব আহ্বান করা হয়েছে। কারণ একটি জাতির মুক্তির জন্য যোগ্য নেতার ভূমিকা অনস্বীকার্য। আর আলোচ্য রচনায় বাঙালিকে মুক্তির পথ দেখিয়েছেন শেখ মুজিবুর রহমান। তাঁর যোগ্য নেতৃত্বের কারণেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এসব কারণে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?