পহেলা বৈশাখে রুমা ও রনি রমনার বটমূলে নববর্ষের অনুষ্ঠান দেখতে গিয়েছিল। সেখানে তারা নানা আয়োজন দেখে মুগ্ধ হয়। নববর্ষের বর্ণিল আয়োজন ও মেলার বিভিন্ন বাহারী জিনিসপত্র তাদের মন কেড়ে নেয়।
লাউদ্দীপকের রুমা ও রনি শহরে থাকে। তারা নববর্ষ উৎযাপনের জন্য রমনা বটমূলে যায়। সেখানে তারা নানা আয়োজন দেখে মুগ্ধ হয়।
রুমা ও রনির দেখা নববর্ষের উৎসব গ্রামের মেলা থেকে ভিন্নতর। রমনা বটমূলের উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া এখানে বিভিন্ন বাহারী জিনিস বিক্রিয় হয় যার বেশির ভাগই দামী ও বিদেশি পণ্য। অপরদিকে গ্রামের মেলায় নানা প্রয়োজনীয় তৈজসপত্র নিয়ে পসারিরা বিক্রি করতে বসে। পাশপাশি এখানে তাঁতের কাপড়, লুঙ্গি, গামছা, চুড়ি, মেয়েলি প্রসাধনী, কামার-কুমারের তৈরি নানা ধাতব বা মাটির জিনিসপত্র, বইপত্র, পাটি ইত্যাদিও বিক্রি হয়। বিনোদনেরও নানা আয়োজন দেখা যায়। রাতভর চলে যাত্রা বা পালাগান।
সর্বোপরি বলা যায়, গ্রাম্য ও শহুরে নববর্ষের মেলার মাঝে পার্থক্য থাকলেও উভয়ক্ষেত্রে আমাদের বাঙালি ঐতিহ্যের ছোঁয়া বিদ্যমান।
আপনি কি “কৃষিশিক্ষা সপ্তমশ্রেণি” বইয়ের প্রশ্ন–উত্তর, সহজ ব্যাখ্যা এবং PDF খুঁজছেন? তাহলে SATT Academy-তে স্বাগতম! এখানে পাবেন NCTB অনুমোদিত ২০২৫ সালের বইয়ের অধ্যায়ভিত্তিক কনটেন্ট যা সহজ ও ফলপ্রসূ শিক্ষার জন্য উপযোগী।
🔗 কৃষিশিক্ষা – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড (২০২৫)
(ডাউনলোড করুন অথবা অনলাইনে পড়ুন)
SATT Academy–তে আজই কৃষিশিক্ষা–এর অধ্যায়ভিত্তিক প্রশ্ন, সহজ ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পড়াশোনা শুরু করুন।
🌱 SATT Academy – যেখানে শিক্ষা জীবনের সঙ্গে মিশে যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?