শফিক দরিদ্র পরিবারের সন্তান। সে কৃষিকাজে তার বাবাকে সাহায্য করে। বর্তমানে জমি থেকে প্রাপ্ত ফসলের কিছু অংশ বাজারে বিক্রি করে তারা সচ্ছলভাবে জীবনযাপন করছে। সেখানে সরকারি ও বেসরকারি উদ্যোগে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে।
যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিমালিকানা বজায় থাকে, তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।
এ ব্যবস্থায় উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগসহ সমাজের সব অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। উৎপাদনকারী ও ব্যবসায়ী নিজ ইচ্ছানুযায়ী ও মুনাফা অর্জনের লক্ষ্যে দ্রব্যসামগ্রী উৎপাদন ও ক্রয়-বিক্রয় করে। ভোগের ক্ষেত্রেও প্রত্যেক ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। অর্থাৎ, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো সরকারি নিয়ন্ত্রণ থাকে না। এ অর্থব্যবস্থাকে অবাধ বা মুক্ত অর্থনীতিও বলা হয়।
আপনি কি খুঁজছেন “অর্থনীতি নবম-দশম শ্রেণি PDF”, বা সহজ ব্যাখ্যাসহ Class 9-10 Economics প্রশ্ন–উত্তর?
তাহলে SATT Academy–তে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!
এখানে আপনি পাবেন:
সবকিছুই একেবারে বিনামূল্যে!
🔗 অর্থনীতি – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সম্পূর্ণ বইটি অনলাইনে পড়া ও ডাউনলোড করা যাবে)
✔️ ১০০% ফ্রি ও সহজবোধ্য
✔️ NCTB বইয়ের আলোকে সাজানো
✔️ ভিডিও, ইমেজ, লাইভ টেস্ট সুবিধা
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন
✔️ শিক্ষার্থী–বান্ধব ও আপডেটেড কনটেন্ট
SATT Academy–তে শেখা হোক সহজ, কার্যকর ও আনন্দদায়ক!
আজই শুরু করুন অর্থনীতি অধ্যয়ন — ব্যাখ্যা, প্রশ্ন, PDF ও টেস্টসহ একদম ফ্রি।
📘 SATT Academy – সব ছাত্রের জন্য সহজ, প্রযুক্তিনির্ভর ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?