Academy

শফিক দরিদ্র পরিবারের সন্তান। সে কৃষিকাজে তার বাবাকে সাহায্য করে। বর্তমানে জমি থেকে প্রাপ্ত ফসলের কিছু অংশ বাজারে বিক্রি করে তারা সচ্ছলভাবে জীবনযাপন করছে। সেখানে সরকারি ও বেসরকারি উদ্যোগে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে।

ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কী বোঝায়? (অনুধাবন)

Created: 1 year ago | Updated: 5 months ago
Updated: 5 months ago
Ans :

যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিমালিকানা বজায় থাকে, তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।

এ ব্যবস্থায় উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগসহ সমাজের সব অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। উৎপাদনকারী ও ব্যবসায়ী নিজ ইচ্ছানুযায়ী ও মুনাফা অর্জনের লক্ষ্যে দ্রব্যসামগ্রী উৎপাদন ও ক্রয়-বিক্রয় করে। ভোগের ক্ষেত্রেও প্রত্যেক ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। অর্থাৎ, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কোনো সরকারি নিয়ন্ত্রণ থাকে না। এ অর্থব্যবস্থাকে অবাধ বা মুক্ত অর্থনীতিও বলা হয়।

1 year ago

অর্থনীতি

💰 অর্থনীতি – নবম-দশম শ্রেণি | এসএসসি | NCTB অনুমোদিত ২০২৫

আপনি কি খুঁজছেন “অর্থনীতি নবম-দশম শ্রেণি PDF”, বা সহজ ব্যাখ্যাসহ Class 9-10 Economics প্রশ্ন–উত্তর?
তাহলে SATT Academy–তে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!

এখানে আপনি পাবেন:

  • NCTB পাঠ্যবই অনুযায়ী সাজানো অধ্যায়ভিত্তিক কনটেন্ট
  • গুরুত্বপূর্ণ MCQ ও সৃজনশীল প্রশ্ন–উত্তর
  • সহজ ভাষায় ব্যাখ্যা ও উদাহরণ
  • লাইভ টেস্ট ও ভিডিও টিউটোরিয়াল
  • বইয়ের PDF ও ছবি ডাউনলোড সুবিধা

সবকিছুই একেবারে বিনামূল্যে!


✅ এখানে যা থাকছে:

  • প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ও বোর্ড-প্রাসঙ্গিক প্রশ্ন
  • সহজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা, উদাহরণসহ
  • লাইভ টেস্ট ও সেলফ–অ্যাসেসমেন্ট কুইজ
  • PDF এবং ছবি আকারে বই ডাউনলোড
  • ইউটিউব ভিডিও সংযুক্ত – ভিজ্যুয়াল শেখার জন্য
  • কমিউনিটি যাচাইকৃত ও বিশ্বস্ত তথ্যসমৃদ্ধ কনটেন্ট

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 অর্থনীতি – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সম্পূর্ণ বইটি অনলাইনে পড়া ও ডাউনলোড করা যাবে)


👨‍👩‍👧‍👦 কাদের জন্য উপযোগী:

  • শিক্ষার্থীদের জন্য: বোর্ড প্রস্তুতি ও অধ্যায়ভিত্তিক অনুশীলনের জন্য
  • শিক্ষকদের জন্য: ক্লাস উপস্থাপন ও মূল্যায়নের জন্য রেডি কনটেন্ট
  • অভিভাবকদের জন্য: সন্তানের পড়ালেখা বুঝে সাহায্য করার জন্য
  • টিউটরদের জন্য: প্র্যাকটিস ও পরীক্ষামূলক প্রশ্ন উপস্থাপন সহজ

⚙️ কিভাবে ব্যবহার করবেন:

  1. অধ্যায় সিলেক্ট করুন
  2. প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা পড়ুন
  3. PDF/ছবি ডাউনলোড করুন
  4. লাইভ টেস্টে অংশ নিন
  5. নিজে ব্যাখ্যা দিন – অন্যদের সাহায্য করুন

✨ কেন পড়বেন SATT Academy–তে?

✔️ ১০০% ফ্রি ও সহজবোধ্য
✔️ NCTB বইয়ের আলোকে সাজানো
✔️ ভিডিও, ইমেজ, লাইভ টেস্ট সুবিধা
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন
✔️ শিক্ষার্থী–বান্ধব ও আপডেটেড কনটেন্ট


🔍 সার্চ–সহায়ক কীওয়ার্ড:

  • অর্থনীতি নবম দশম শ্রেণি PDF
  • Class 9-10 Economics NCTB
  • Economics SSC Question Answer
  • উচ্চ মাধ্যমিক অর্থনীতি ব্যাখ্যা
  • SATT Academy Economics Class 9 10
  • অর্থনীতি PDF ডাউনলোড SSC
  • NCTB Economics Book Bengali

🚀 শুরু করুন এখনই!

SATT Academy–তে শেখা হোক সহজ, কার্যকর ও আনন্দদায়ক!
আজই শুরু করুন অর্থনীতি অধ্যয়ন — ব্যাখ্যা, প্রশ্ন, PDF ও টেস্টসহ একদম ফ্রি।

📘 SATT Academy – সব ছাত্রের জন্য সহজ, প্রযুক্তিনির্ভর ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।

Content added By

Related Question

View More

1 আয় কী? (জ্ঞানমূলক)

Created: 1 year ago | Updated: 5 months ago
Updated: 5 months ago

কোন ব্যক্তি তার মালিকানাধীন উৎপাদনের উপকরণকে উৎপাদন কাজে নিয়োজিত করে তার বিনিময়ে যা অর্জন করে তাই আয়।

2 শক্তি সম্পদ বলতে কী বোঝায়? (অনুধাবন)

Created: 1 year ago | Updated: 5 months ago
Updated: 5 months ago

প্রকৃতিতে প্রাপ্ত যেসব সম্পদ ব্যবহার বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের শক্তি (বিদ্যুৎ, তাপ) উৎপাদন করা হয় সেগুলোকে শক্তি সম্পদ বলে।

যেমন- নদীর স্রোত ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম ইত্যাদি ব্যবহার করে তাপ বিদ্যুৎ উৎপাদন করা হয়। সৌরশক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা হয় সোলার প্যানেল। আবার আণবিক শক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র (পারমাণবিক বোমা, গ্রেনেড) ইত্যাদি তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, নদীর স্রোত, সৌরশক্তি, আণবিক শক্তি এগুলো হচ্ছে শক্তি সম্পদের বিভিন্ন উৎস।

শফিকের মাছ-মাংস ক্রয়ের ধারণাটি সুযোগ ব্যয়ের (Opportunity Cost) মাধ্যমে নির্ধারিত হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো-

কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন বাড়াতে বিকল্প দ্রব্যটির যে পরিমাণ উৎপাদন ত্যাগ করতে হয় তাকে প্রথমোক্ত দ্রব্যটির সুযোগ ব্যয় বলে।

প্রদত্ত চিত্রে (OX) অক্ষে মাংসের পরিমাণ এবং (OY) অক্ষে মাছের পরিমাণ নির্দেশ করা হয়েছে। AB রেখাটি হলো সুযোগ ব্যয় রেখা যা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে দুটি বিকল্প দ্রব্য (মাছ ও মাংস) ক্রয়ের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করছে। এক্ষেত্রে শফিক ১০০০ টাকা ব্যয় করে শুধু মাংস কিনলে OB পরিমাণ অর্থাৎ ৪ কেজি মাংস কিনতে পারে অথবা সে মাছ কিনলে OA পরিমাণ অর্থাৎ ২ কেজি মাছ কিনতে পারে। কিন্তু শফিক ১০০০ টাকা দিয়ে ২ কেজি মাংস এবং ১ কেজি মাছ ক্রয় করলো; যা C বিন্দু দ্বারা নির্দেশিত। অতএব C বিন্দুতে ১ কেজি মাছের সুযোগ ব্যয় হলো ২ কেজি মাংস।

উদ্দীপকের শফিকের দুটি দ্রব্য নির্বাচনের বিষয়টি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

নির্বাচন বলতে বোঝায় মানুষের অসীম অভাবের মধ্যে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ অভাবগুলো বাছাই করা। কারণ মানবজীবনে অভাব অসীম হলেও তা পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ সীমিত। এ জন্য মানুষের পক্ষে সকল অভাব একত্রে পূরণ করা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানের জন্য মানুষ নির্বাচনের মাধ্যমে বেশি প্রয়োজনীয় অভাবগুলো আগে পূরণ করার প্রচেষ্টা করে। উদ্দীপকে লক্ষ করা যায়, শফিক বাজারে গিয়ে দেখল তার মায়ের দেওয়া ১০০০ টাকা দিয়ে ২ কেজি মাছ অথবা ৪ কেজি মাংস ক্রয় করতে পারে। তখন সে অনেক চিন্তার পর ১ কেজি মাছ এবং ২ কেজি মাংস ক্রয় করে যা মূলত গুরুত্ব অনুসারে অভাব নির্বাচনকে নির্দেশ করে। অর্থাৎ, শফিক তার প্রয়োজন অনুযায়ী সীমিত সম্পদ (১০০০ টাকা) দিয়ে অভাব নির্বাচনের মাধ্যমে তা পূরণ করে থাকে। কাজেই, উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, মানবজীবনে সম্পদের স্বল্পতা তথা দুষ্প্রাপ্যতার কারণে অভাব নির্বাচন করে তা পূরণ করতে হয়।

যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে মূল্য প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলে।

প্রকৃতি থেকে পাওয়া যে জিনিসগুলো মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে।

মানুষ প্রকৃতি থেকেই সব সম্পদ আহরণ করতে পারে। কেননা প্রকৃতির মধ্যেই নানা মূল্যবান সম্পদ রয়েছে। যেমন- ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ-নদী, গাছপালা, জীবজন্তু ইত্যাদি প্রকৃতির উপাদান। বস্তুত, প্রকৃতির এসকল উপাদানকেই প্রাকৃতিক সম্পদ বলা হয়।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...