ফারহান একটি টিভি চ্যানেলে কৃষিবিষয়ক অনুষ্ঠান 'সবুজ বাংলাদেশ' দেখছিল। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে স্ট্রবেরি চাষ এবং পরে ফুল চাষের ওপর বিশেষ প্রতিবেদন দেখানো হয়।
উদ্দীপকের প্রতিবেদনে দ্বিতীয় ফসলটি হলো ফুল।
মানব সভ্যতার ক্রমবিকাশ থেকেই সৌন্দর্যের প্রতীক ফুলের সূচনা ঘটে। ফুল আমাদের সংস্কৃতির আনন্দময় অংশ। এদেশে অভিজাত ফুল গোলাপ থেকে শুরু করে শত রকমের ফুল জন্মায়। ফুল উপহার পেলে খুশি হয় না এমন মানুষ পাওয়াও বিরল। নগর জীবনেও ফুল একটি অত্যাবশ্যকীয় উপাদান হয়ে দাঁড়িয়েছে। উদ্যান, পার্ক, বারান্দার টবে ফুল চাষের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উৎসব, অনুষ্ঠান, গৃহসজ্জা, তোড়া, মালা, অঙ্গসজ্জাসহ নানাবিধ উপলক্ষ্যে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। নগরায়ণের চাপে ফুল লাভজনক পণ্য হয়ে দাঁড়ানোতে বাংলাদেশের কৃষিতে ক্রমশ ফুল উৎপাদন ও বিপণন বৃদ্ধি পাচ্ছে। এমনকি বিদেশেও ফুল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।
তাই বলা যায়, নাগরিক জীবনের ক্লান্তি দূর করে মানসিক প্রফুল্লতা আনতে ও নগরের শোভা বর্ধনে ফুলের গুরুত্ব অপরিসীম।
আপনি কি “কৃষিশিক্ষা সপ্তমশ্রেণি” বইয়ের প্রশ্ন–উত্তর, সহজ ব্যাখ্যা এবং PDF খুঁজছেন? তাহলে SATT Academy-তে স্বাগতম! এখানে পাবেন NCTB অনুমোদিত ২০২৫ সালের বইয়ের অধ্যায়ভিত্তিক কনটেন্ট যা সহজ ও ফলপ্রসূ শিক্ষার জন্য উপযোগী।
🔗 কৃষিশিক্ষা – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড (২০২৫)
(ডাউনলোড করুন অথবা অনলাইনে পড়ুন)
SATT Academy–তে আজই কৃষিশিক্ষা–এর অধ্যায়ভিত্তিক প্রশ্ন, সহজ ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পড়াশোনা শুরু করুন।
🌱 SATT Academy – যেখানে শিক্ষা জীবনের সঙ্গে মিশে যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?