দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার!
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছে জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার।
ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের ঘোষণা দেন ১৯৭১ সালের ৩রা মার্চ ঢাকায়, কিন্তু কোনো কারণ ছাড়াই ১লা মার্চ তা আবার স্থগিত ঘোষণা করেন।
১৯৭১ সালের ৩ মার্চ ইয়াহিয়া খান পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডাকেন এবং কোনো কারণ ছাড়াই তা বন্ধও করে দেন। পূর্ব পাকিস্তানের মানুষ এ ঘোষণা শুনেই বিক্ষোভে ফেটে পড়ে। সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে দুর্বার গতিতে। বাংলার জনগণ প্রতিবাদী হয়ে ওঠে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?