প্রদত্ত চিত্রটি ব্যবস্থাপনায় যোগাযোগ প্রক্রিয়া নির্দেশ করে।
যোগাযোগ প্রক্রিয়া বলতে এমন কতকগুলো আন্তঃসম্পর্কিত পদক্ষেপ বা অংশের সমষ্টিকে বোঝায় যার মধ্য দিয়ে প্রেরকের কাছ থেকে সংবাদ প্রাপকের নিকট পৌছে।
উদ্দীপকে উল্লিখিত সামগ্রিকভাবে চিত্রটি যোগাযোগ প্রক্রিয়াকে নির্দেশ করে। কারণ সংবাদ প্রেরক কোনো তথ্য বা সংবাদ কারো নিকট প্রেরণের ইচ্ছা পোষণ করলেই যোগাযোগ প্রক্রিয়ার সূচনা ঘটে এবং প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে প্রেরকের নিকট প্রাপকের প্রত্যুত্তর বা ফলাবর্তন প্রদানের মাধ্যমে এ প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। যোগাযোগ প্রক্রিয়ার মূল উপাদানসমূহের মধ্যে প্রেরক, সংবাদ, চ্যানেল বা মাধ্যম, প্রাপক, ফলাবর্তন ইত্যাদিই প্রধান। অর্থাৎ যোগাযোগ প্রক্রিয়া অনেকগুলো উপাদানের সমন্বয়ে গঠিত। যার প্রতিটি উপাদান একটির সাথে অন্যটি সম্পর্কযুক্ত। সুতরাং সংবাদ বা তথ্যের সৃষ্টি বা উৎস হতে শুরু করে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য প্রেরণ, গ্রহণ ও প্রত্যুত্তরের জন্য গৃহীত যাবতীয় কার্যক্রম বা পদ্ধতিই হলো যোগাযোগ প্রক্রিয়া।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?