দৃশ্যকল্প-১: রিসা স্কলারশিপ নিয়ে 'ক' দেশে অবস্থান করছে। সেই দেশের বন্ধু জিমের সাথে আলাপে জানতে পারল, দেশটি পরিচালনায় নির্দিষ্ট কোনো বিধান নেই। আচার-অনুষ্ঠান, নিয়মকানুন দ্বারাই দেশটি পরিচালিত হয়।
দৃশ্যকল্প-২: জামশেদ আলি 'অন্বেষণ' নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য স্পষ্ট ও লিখিত নীতিমালা পেশ করেন। এতে সদস্যদের অধিকার ও ইচ্ছার প্রতিফলন ঘটে। এটির নিয়ম-কানুন প্রয়োজনে পরিবর্তন করা যায়।
বাংলাদেশের সংবিধান আলাপ-আলোচনার মাধ্যমে প্রণীত হয়।
সংবিধানে প্রণয়নের অনেকগুলো পদ্ধতির মধ্যে আলাপ-আলোচনা একটি অন্যতম পদ্ধতি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। এ কমিটি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের সংবিধানের খসড়া তৈরি করে এবং তা ১৯ অক্টোবর, ১৯৭২ গণপরিষদে উত্থাপিত হয়। এরপর সংবিধানের বিভিন্ন দিক গণপরিষদে আলোচনার পর ৪ নভেম্বর, ১৯৭২ সালে সংবিধান গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
আপনি কি খুঁজছেন “পৌরনীতি ও নাগরিকতা নবম-দশম শ্রেণি PDF”, অথবা বোর্ড ভিত্তিক প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা?
তাহলে স্বাগতম SATT Academy–তে — যেখানে শেখা হয় সহজে, সঠিকভাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে।
এখানে আপনি পাবেন:
🔗 পৌরনীতি ও নাগরিকতা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি বই অনলাইনে পড়া ও ডাউনলোড করার জন্য এই লিংক ব্যবহার করুন)
✔️ ১০০% ফ্রি ও বিজ্ঞাপনমুক্ত শিক্ষা প্ল্যাটফর্ম
✔️ NCTB বই অনুসারে সাজানো নির্ভুল কনটেন্ট
✔️ ভিডিও, কুইজ, ব্যাখ্যাসহ ইন্টার্যাক্টিভ ফিচার
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ডিজাইন
✔️ কমিউনিটি যাচাইকৃত ও নিয়মিত আপডেটকৃত তথ্য
SATT Academy–তে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ব্যাখ্যা, ভিডিও ও PDF সহ পৌরনীতি ও নাগরিকতা পড়ুন — বোর্ড পরীক্ষার জন্য নিখুঁত প্রস্তুতির সঙ্গে।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর জন্য মুক্ত, আধুনিক ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
১২১৫ সালে ইংল্যাণ্ডের রাজা জন যে অধিকার সনদ প্রণয়ন করেছিলেন তার নাম কী ?
(জ্ঞানমূলক)সংবিধান প্রণয়ন প্রয়োজন কেন? ব্যাখ্যা কর ।
(অনুধাবন)‘ক’ সংগঠনটি পরিচালনার নিয়মাবলি কোন ধরনের সংবিধানের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ তাআলোচনা কর ।
(প্রয়োগ)“ক' ও ‘খ’ প্রতিষ্ঠান দুটির পরিচালনার নিয়মাবলির মধ্যে তুমি কোনটিকে উত্তম বলে মনে কর তার পক্ষে যুক্তি প্রদর্শন কর ।
(উচ্চতর দক্ষতা)বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়?
(জ্ঞানমূলক)অলিখিত সংবিধান বলতে কী বোঝায় ।
(অনুধাবন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?