দেশের শিল্প খাতকে সহায়তার মূল উদ্দেশ্য নিয়ে গঠিত হয় ব্যাংক 'A'। ব্যাংকটি তার সাধারণ ব্যাংকিং কার্যাবলির পাশাপাশি মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করেন। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান ও জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে।
আমানতকারী যখন টাকা তুলতে চায় তখন তাদের নগদ টাকা দিতে হবে আবার এটা বিবেচনাই রেখে যদি আমানতের সব টাকা ব্যাংক তরল অবস্থায় রেখে দেয় তবে ব্যাংকের কোন বিনিয়োগ হবে না এবং ব্যাংকের কোন মুনাফা হবে না সুতরাং সার্থক ব্যাংক ও ব্যবসায় মানে হল সঠিক তারল্য নীতি যেখানে অতিরিক্ত তাড়ালো থাকবে না আবার তারল্য সংকট হবে না তারল্য নিকট ব্যাংক ব্যবসায়ী অন্যতম নীতি।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?