দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা সারাজীবনই সংগ্রাম করেছেন বর্ণবাদের বিরুদ্ধে। এ কারণে তিনি জেল, জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার হন সাতাশটি বছর। তিনি ছিলেন কারা অভ্যন্তরে কিন্তু শেষ পর্যন্ত তিনি বিজয়ী হন। মানবতা ও স্বাধীনতার কেতন উড়িয়ে দেন স্বদেশের আকাশে।
'মানবতা ও স্বাধীনতার কেতন উড়িয়ে দেন স্বদেশের আকাশে'- এ বাক্যটি 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' ভাষণটির ক্ষেত্রে গভীর তাৎপর্যপূর্ণ।
জাতির ভাগ্যোন্নয়নে সৎ ও যোগ্য নেতার যথার্থ নেতৃত্ব একান্ত অপরিহার্য। যুগে যুগে নিপীড়িত জাতি এমন নেতাই প্রত্যাশা করে।
উদ্দীপকের দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে সারাজীবন সংগ্রাম করেছেন। শেষাবধি তিনি বিজয়ী হন এবং মানবতা ও স্বাধীনতার বিজয় কেতন উড়িয়ে দেন স্বদেশের আকাশে। শেষোক্ত এই বাক্যটি 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' ভাষণটির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।
১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। যার পরিপ্রেক্ষিতে এদেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয় মাস মরণপণ লড়াই করে বাংলার আকাশে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনে। উদ্দীপকের নেলসন ম্যান্ডেলা ও উভয়েই সাধারণ ও নিপীড়িত মানুষকে জাগ্রত করেছেন। তাদের অধিকার আমাদের জন্য লড়াই-সংগ্রাম করতে উদ্বুদ্ধ করেছেন। যার ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকার মানুষ ও বাঙালি জাতি স্বাধীনতার কেতন উড়াতে পেরেছে। তাই আমরা বলতে পারি যে, 'মানবতা ও স্বাধীনতার কেতন উড়িয়ে দেন স্বদেশের আকাশে' এ বাক্যটি আলোচ্য ভাষণের ক্ষেত্রে গভীর তাৎপর্যপূর্ণ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?