জনাব ফাহমিদ 'Z' লি.-এর এম.ডি। প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো নিম্নরূপ:
প্রতিষ্ঠানটিতে সাংগঠনিক চিত্র মোতাবেক বিভিন্ন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। বিক্রয় বিভাগের প্রত্যেক AGM-এর অধীনে ২০ জন করে মার্কেটিং অফিসার আছে। কিন্তু ইদানীং তদারকির অভাবে বিক্রয় হ্রাস পাচ্ছে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী বিক্রয় বিভাগ কাজ করতে পারছে না।
যোগাযোগ বলতে এক ব্যক্তির নিকট হতে অন্য ব্যক্তির নিকট কোনো তথ্য বা সংবাদ প্রেরণকে বোঝায়।
দুই বা ততোধিক ব্যক্তি, দল বা পক্ষের মধ্যে কোনো সংবাদ, তথ্য, ভাব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনোভাব ইত্যাদির বিনিময় হলেই তাকে যোগাযোগ বলে। যোগাযোগের মূল উপাদান হলো প্রেরক, সংবাদ, মাধ্যম বা চ্যানেল, প্রাপক এবং ফলাবর্তন। প্রেরকের তথ্য প্রেরণের মধ্য দিয়ে যোগাযোগ প্রক্রিয়ার সূচনা ঘটে এবং প্রাপকের প্রত্যুত্তর প্রদানের মাধ্যম যোগাযোগ প্রক্রিয়ার শেষ হয়। প্রাপ্ত সংবাদের প্রত্যুত্তর প্রদানকে ফলাবর্তন (Feedback) বলে। যোগাযোগ বার্তার এরূপ দ্বিমুখী প্রবাহকে দ্বিমুখী যোগাযোগ বলা হয়। তাই ব্যাপক অর্থে বলা যায়, যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যাতে সংবাদ প্রেরক এবং প্রাপক তাদের মধ্যে কোনো তথ্য, সংবাদ, মতামত, ধারণা ইত্যাদির আদান-প্রদান করে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?