শিক্ষক শ্রেণিতে খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা সম্পর্কে পড়াচ্ছিলেন। তিনি বললেন, আমরা যেসব খাদ্য খাই তা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে আমাদের শরীরের জন্যে গ্রহণ উপযোগী হয়। তখন সেটি থেকে আমাদের শরীর প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে থাকে। রাজু শিক্ষকের কাছে পরিপাকক্রিয়া ও পরিপাকতন্ত্রের গঠন ও কাজ সম্পর্কে জানতে চাইলো। শিক্ষক বিষয়টি বিস্তারিত বুঝিয়ে দিলেন।
রাজু শিক্ষকের কাছে খাদ্যের পরিপাক ক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছিল। পরিপাক পরিণতি প্রবাহ চিত্রের মাধ্যমে নিম্নে দেখানো হলো-
পরিপাক হলো খাদ্য সরল ও শোষণযোগ্য অণুতে পরিণত হওয়ার একটি প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় খাদ্যবস্তুর বৃহৎ ও জটিল অণুগুলো বিভাজিত হয়ে বা ভেঙে দেহের উপযোগী ও বিশোষণযোগ্য সরল ও ক্ষুদ্রতর অণুতে পরিণত হয় তাকে পরিপাক বলে।
পরিপাকক্রিয়ার মাধ্যমে খাদ্যের কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে, প্রোটিন ভেঙে অ্যামাইনো এসিডে এবং ফ্যাট ভেঙে ফ্যাটি এসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয়। এভাবে পরিপাকক্রিয়ার মাধ্যমে সকল খাদ্যবস্তু ভেঙে সরল উপাদানে পরিণত হয় এবং শরীরের পুষ্টি সাধন করে। সকল খাদ্যের পরিপাকক্রিয়া দেহের পরিপাকতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?