Academy

সজল তার মামার সাথে গণগ্রন্থাগারে যায়। সেখানে সে বিভিন্ন বইপত্র পড়ে। সজল বিজ্ঞানের ছাত্র হলেও ইতিহাসের বই তার ভালো লাগে। সে বিভিন্ন উৎস থেকে ইতিহাসের বইপত্র সংগ্রহ করে পড়ে। এসব দেখে সজলের এক বন্ধু তাকে বললো, শুধু শুধু এসব বই পড়ে সময় নষ্ট করছিস কেন?

সময়ের বিবর্তনে কীভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে? (অনুধাবন)

Created: 11 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago
Ans :

সময়ের বিবর্তনে মানুষের কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধির ফলে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে।

সভ্যতার অগ্রগতি ও সময়ের বিবর্তনে ইতিহাসচর্চায় বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হচ্ছে। ফলে ইতিহাস বিষয়ে শাখা-প্রশাখার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আর এভাবেই ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে।

11 months ago

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

🏛️ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা – নবম-দশম শ্রেণি | SSC | NCTB অনুমোদিত

আপনি কি খুঁজছেন “বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নবম-দশম শ্রেণি PDF”, CQ/MCQ প্রশ্ন–উত্তর, কিংবা সহজ ও ব্যাখ্যাসহ পাঠ বিশ্লেষণ?

✅ SATT Academy–তে আপনি পাবেন:

  • অধ্যায়ভিত্তিক সহজ ব্যাখ্যা ও গুরুত্বপূর্ণ তথ্য
  • MCQ + CQ প্রশ্ন–উত্তর ও সাজেশন
  • ভিডিও লেকচার ও লাইভ কুইজ
  • সরকারি PDF ডাউনলোড লিংক
  • সবকিছুই বিনামূল্যে এবং পরীক্ষায় সহায়কভাবে সাজানো

📘 আলোচিত অধ্যায়সমূহ:

  • বাংলা জাতির শেকড় – প্রাচীন সভ্যতা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন
  • মুঘল ও বৃটিশ শাসনকাল – উপনিবেশ ও প্রতিরোধ
  • পাকিস্তান শাসনামল ও বাঙালির জাতীয়তাবাদ
  • মহান মুক্তিযুদ্ধের ইতিহাস
  • স্বাধীন বাংলাদেশের জন্ম ও সংবিধান
  • বিশ্বের প্রাচীন সভ্যতা – মেসোপটেমিয়া, মিশর, সিন্ধু, চীন
  • আধুনিক ইতিহাস ও বৈশ্বিক পরিবর্তন

✅ এখানে যা থাকছে:

  • প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা ও তথ্যচিত্রসহ বিশ্লেষণ
  • বোর্ড অনুযায়ী CQ ও MCQ প্রশ্ন–উত্তর ও মডেল টেস্ট
  • ভিডিও লেকচার ও চিত্রসহ অধ্যায় বিশ্লেষণ
  • PDF, ইমেজ নোট ও কুইজ ডাউনলোড
  • Live Test দিয়ে নিজের প্রস্তুতি যাচাই

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা PDF ডাউনলোড

(লিংকে ক্লিক করে সরকারি বইটি অনলাইনে পড়তে বা ডাউনলোড করতে পারবেন)


👨‍👩‍👧‍👦 কারা উপকৃত হবেন:

  • শিক্ষার্থী: বোর্ড পরীক্ষার জন্য সাজানো সেরা কনটেন্ট
  • শিক্ষক: ক্লাসে শেখাতে উপযোগী বিশ্লেষণ ও উদাহরণ
  • অভিভাবক: সন্তানকে ইতিহাস শেখাতে সহায়ক গাইড
  • টিউটর: প্রশ্ন তৈরি ও অনুশীলনের জন্য সঠিক উৎস

⚙️ কীভাবে ব্যবহার করবেন:

  • অধ্যায় নির্বাচন করুন
  • ব্যাখ্যা ও প্রশ্ন–উত্তর পড়ুন
  • ভিডিও দেখুন ও Live Test দিন
  • ইমেজ বা PDF ডাউনলোড করুন
  • কমেন্টে নিজের ব্যাখ্যা যুক্ত করে শিখুন ও শিখান

✨ কেন SATT Academy?

✔️ ১০০% ফ্রি, বিজ্ঞাপনবিহীন ও আপডেটেড কনটেন্ট
✔️ পরীক্ষা–উপযোগী সাজানো প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা
✔️ চিত্র, টাইমলাইন ও ভিজ্যুয়াল ব্যাখ্যা সহ শেখা আরও সহজ
✔️ মোবাইল ফ্রেন্ডলি ও দ্রুত লোডিং ওয়েবসাইট
✔️ শিক্ষার্থী–শিক্ষক–অভিভাবক সবার জন্য কার্যকরী প্ল্যাটফর্ম


🔍 সার্চ-সহায়ক কীওয়ার্ড:

  • বাংলাদেশের ইতিহাস নবম-দশম শ্রেণি
  • SSC History & Civilization
  • বিশ্বসভ্যতা MCQ PDF
  • বাংলাদেশ ও বিশ্ব ইতিহাস প্রশ্ন উত্তর
  • Class 9 10 Itihash PDF
  • SATT Academy History Book

🚀 আজই পড়াশোনা শুরু করুন!

ইতিহাস শুধু তথ্য নয়—এটা আমাদের পরিচয়, আত্মবিশ্বাস ও ভবিষ্যতের পথনির্দেশক।
SATT Academy–এর মাধ্যমে ইতিহাস ও বিশ্বসভ্যতা হয়ে উঠুক আপনার জানা ও বোঝার আনন্দময় একটি যাত্রা।

📚 SATT Academy – শেখা হোক সত্য, সুনির্দিষ্ট ও সবার জন্য উন্মুক্ত।

Content added By

Related Question

View More

সজল জাতীয় গণগ্রন্থাগারে ইতিহাসের লিখিত উপাদান দেখতে পায়।

ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে সাহিত্য, নথিপত্র, জীবনী, রূপকথা, কিংবদন্তি, গল্পকাহিনি ইত্যাদি অন্তর্ভুক্ত। দেশি-বিদেশি বিভিন্ন সাহিত্য কর্মেও তৎকালীন সময়ের অনেক তথ্য পাওয়া যায়। এসব সাহিত্য কর্মের মধ্যে রয়েছে অর্থশাস্ত্র, তবকাত-ই-নাসিরী, আইন-ই- আকবরী ইত্যাদি।

এছাড়াও ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে বৈদেশিক বিবরণসমূহও অন্তর্ভুক্ত। এ লিখিত উপাদানগুলোর মাধ্যমে আমরা সমকালীন সময়ের অনেক তথ্য পেয়ে থাকি।

উদ্দীপকের সজল গণগ্রন্থাগারে বিভিন্ন বইপত্র পড়ে। সে বিজ্ঞানের ছাত্র হলেও বিভিন্ন উৎস থেকে ইতিহাসের বইপত্র সংগ্রহ করে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সজলের পঠিত বিষয়গুলো ইতিহাসের লিখিত উপাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ।

না, সজলের বন্ধুর মানসিকতার সাথে আমি একমত নই। কেননা নিজেকে বিকশিত করতে ইতিহাস পাঠের প্রয়োজন আছে।

ইতিহাস পাঠের তাৎপর্য অনেক। কেননা এটি মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে এবং ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজ সম্পর্কে ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল-অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব হয়। এছাড়াও ইতিহাস পাঠ মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এ বিবরণ যদি হয় নিজ দেশ, জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। তাছাড়াও ইতিহাস পাঠ মানুষকে সচেতন করে তোলে। বিভিন্ন মানবগোষ্ঠীর উত্থান-পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো- মন্দের পার্থক্য সহজেই বুঝতে পারে। ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। সর্বোপরি মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলির দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে।

পরিশেষে বলা যায় যে, ইতিহাস সম্পর্কে সজলের বন্ধুর নেতিবাচক মন্তব্যটি গ্রহণযোগ্য নয়।

যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই সে সব বস্তু বা উপাদানই ইতিহাসের অলিখিত উপাদান। ইতিহাসের অলিখিত উপাদানকে আবার প্রত্নতাত্ত্বিক উপাদানও বলে। মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি ইত্যাদি হলো ইতিহাসের অলিখিত উপাদানের উদাহরণ।

সাফার উপস্থাপিত ইতিহাসের লিখিত উপাদানের মধ্যে সাহিত্যের উপাদান অন্যতম। ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সাহিত্য সংশ্লিষ্ট উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাহিত্যের উপাদানের মাঝে অন্যতম হলো পর্যটকদের বিবরণ। এই বিবরণ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। যেমন- পাঁচ থেকে সাত শতকে বাংলায় আগত পরিব্রাজক যথাক্রমে ফা-হিয়েন, হিউয়েন সাং ও ইৎসিংদের বর্ণনা। পরবর্তীতে যোগ হয়েছেন ইবনে বতুতা। তাদের বর্ণনায় তৎকালীন আর্থ-সামাজিক চিত্র পাওয়া যায়। সাহিত্য উপাদানের মধ্যে আরও আছে রূপকথা, কিংবদন্তি, গল্পকাহিনি। তিব্বতি লেখক লামা তারনাথের বর্ণনায় | পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসনারোহণের যে বর্ণনা পাওয়া যায় তা একটি কল্পকাহিনি। তবে এই কল্পকাহিনির আড়াল থেকে ঐতিহাসিকগণ বিশ্লেষণের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটন করেন। সুতরাং এটা নিশ্চিতভাবেই বলা যায়, ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করতে সাহিত্যের অবদান অপরিসীম।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...