Academy

জনাব শফিকুর রহমান একজন রিকশাচালক। ব্যক্তিগত জীবনে তিনি ইসলামের বিধিবিধান মেনে চলেন। কেউ অসুস্থ হলে তার রিকশায় হাসপাতালে নিয়ে যান। একদা রিকশাচালক জনাব শফিকুর রহমান জনৈক যাত্রীর ব্যাগসহ রেখে যাওয়া পাঁচ লক্ষ টাকা স্থানীয় স্কুলের প্রধান শিক্ষকের নিকট জমা দেন। প্রধান শিক্ষক সাহেব টাকার মালিকের ব্যাগে সংরক্ষিত ঠিকানার মাধ্যমে টাকাসহ ব্যাগ মালিকের বাড়িতে পৌঁছে দেন।

Created: 1 year ago | Updated: 3 months ago
Updated: 3 months ago
Ans :

হজের ওয়াজিব সাতটি।

11 months ago

ইসলাম ও নৈতিক শিক্ষা

🕌 ইসলাম ও নৈতিক শিক্ষা – নবম-দশম শ্রেণি | SSC | NCTB অনুমোদিত

আপনি কি খুঁজছেন “ইসলাম ও নৈতিক শিক্ষা নবম-দশম শ্রেণি PDF”, সহজ ব্যাখ্যা, অথবা MCQ ও CQ প্রশ্ন–উত্তর?

তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম – এখানে রয়েছে অধ্যায়ভিত্তিক সহজ কনটেন্ট, লাইভ টেস্ট, ভিডিও ব্যাখ্যা, ও PDF ডাউনলোড সুবিধা — একদম বিনামূল্যে!


📘 অধ্যায়ের তালিকা:

  • ঈমান ও আকীদা
  • ইবাদত
  • ইসলাম ও নৈতিক জীবন
  • ইসলামে নারীর মর্যাদা
  • নবী-রাসুল ও সাহাবায়ে কেরাম
  • ইতিহাস ও সংস্কৃতি
  • ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা
  • ইসলামী রাষ্ট্রব্যবস্থা

✅ এখানে যা পাবেন:

  • প্রতিটি অধ্যায়ের সহজ ভাষায় ব্যাখ্যা ও উদাহরণ
  • CQ ও MCQ প্রশ্ন–উত্তর (বোর্ড অনুযায়ী সাজানো)
  • Live Test – নিজের প্রস্তুতি যাচাইয়ের জন্য
  • ভিডিও লেকচার ও অডিও ব্যাখ্যা
  • বইয়ের সরকারি PDF ডাউনলোড সুবিধা
  • কমিউনিটি ব্যাখ্যা – শিক্ষার্থীরাও যুক্ত হতে পারে

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 ইসলাম ও নৈতিক শিক্ষা – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড

(এই লিংকে ক্লিক করে বইটি অনলাইনে পড়া ও ডাউনলোড করা যাবে)


👨‍👩‍👧‍👦 উপকারিতা কার জন্য:

  • SSC পরীক্ষার্থীদের জন্য: বোর্ড প্রশ্নের আলোকে সাজানো কনটেন্ট
  • শিক্ষকদের জন্য: ক্লাসে শিক্ষাদানে সহায়ক রিসোর্স
  • অভিভাবকদের জন্য: সন্তানের সঠিক পড়াশোনার গাইড
  • টিউটর ও কোচিং শিক্ষকদের জন্য: অধ্যায়ভিত্তিক সাজেশন ও অনুশীলন

⚙️ কীভাবে ব্যবহার করবেন:

  • অধ্যায় তালিকা থেকে অধ্যায় বেছে নিন
  • CQ/MCQ প্রশ্ন ও ব্যাখ্যা পড়ুন
  • Live Test দিন প্রস্তুতি যাচাইয়ের জন্য
  • PDF ডাউনলোড করুন রিভিশনের জন্য
  • ভিডিও ও অডিও লেকচার দেখুন
  • নিজের মতামত ও ব্যাখ্যা যুক্ত করুন – শেখান ও শিখুন

✨ কেন SATT Academy?

✔️ ১০০% ফ্রি ও ব্যবহারবান্ধব ওয়েবপ্ল্যাটফর্ম
✔️ NCTB বই অনুযায়ী সাজানো নির্ভুল কনটেন্ট
✔️ Live Test, ভিডিও, অডিও, ছবি ও টেস্ট ফিচার
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ডিজাইন
✔️ কমিউনিটি অংশগ্রহণ ও নিয়মিত আপডেট


🔍 সার্চ–সহায়ক কীওয়ার্ড:

  • ইসলাম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণি
  • Islam and Moral Education Class 9 10
  • SSC Islam Shikkha PDF Download
  • CQ MCQ Islam SSC
  • NCTB Islamic Studies Class 9 10
  • SATT Academy Islam Moral Education

🚀 আজ থেকেই শুরু করুন!

SATT Academy–এর মাধ্যমে অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ভিডিও ব্যাখ্যা ও PDF সহ ইসলাম ও নৈতিক শিক্ষা–এর প্রিপারেশন নিন একদম নতুনভাবে — বিনামূল্যে, সবার জন্য।

🕌 SATT Academy – ইসলামী শিক্ষা হোক সহজ, আকর্ষণীয় ও আধুনিক।

Content added By

Related Question

View More

ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ও রাসুল (স.) প্রদর্শিত পথে জীবনযাপন করে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করা। মানুষের জন্য একমাত্র গ্রহণযোগ্য জীবনব্যবস্থা হলো ইসলাম। তাই ইসলামের আনুগত্য ও অনুসরণ করা ব্যতীত অন্য কোনো পথ মানুষের জন্য খোলা নেই। এ পথে চলতে হলে ইসলামকে জানতে ও শিখতে হবে। অতএব বলা যায়, আল্লাহ ও তাঁর রাসুলের আদর্শে জীবন গড়ার জন্যই ইসলাম শিক্ষা করা হয়।

উদ্দীপকের প্রধান শিক্ষকের কাজের মাধ্যমে আমানত প্রত্যর্পণের ইবাদত পালিত হয়েছে। এটা ফরজ বা অবশ্যই করণীয়। কারণ আল্লাহ তায়ালা বলেছেন, "তোমরা আমানত তার প্রাপককে ফিরিয়ে দাও।” এখানে আল্লাহ আমানত বা (গচ্ছিত ধন) প্রাপককে ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ করেছেন। সেজন্য এটা পালন করা ফরজ।

শফিকুর রহমান জনৈক যাত্রীর পাঁচ লক্ষ টাকার ব্যাগ প্রধান শিক্ষকের নিকট জমা রাখলে প্রধান শিক্ষক টাকা ও ব্যাগ মালিকের বাড়িতে পৌঁছে দেন। এতে তার সততা ও আমানতদারিতার পরিচয় মিলে। তিনি চাইলে কোনো অযুহাতে টাকা আত্মসাৎ করতে পারতেন। কিন্তু তিনি তা না করে আল্লাহর আদেশের কথা স্মরণ করে টাকা ও ব্যাগ মালিককে দিয়ে দেন। তাই তার এ কাজ দ্বারা ফরজ ইবাদত পালন হয়েছে। অন্যদিকে, তার এ কাজ দ্বারা আদর্শ শিক্ষকের চরিত্রও ফুটে উঠেছে।

 

জনাব শফিকুর রহমান একজন রিকশাচালক। তিনি ব্যক্তিগত জীবনে ইসলামি অনুশাসন মেনে চলেন, অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেন এবং রিকশার জনৈক যাত্রীর প্রাপ্ত টাকা ও ব্যাগ আত্মসাৎ না করে প্রধান শিক্ষকের মাধ্যমে মালিককে ফিরিয়ে দেন।

জনাব শফিকুর রহমান একজন সাধারণ রিকশাচালক হয়েও অসাধারণ চরিত্রের অধিকারী ব্যক্তি। উদ্দীপকে বর্ণিত তার কর্মকাণ্ড তার উত্তম চরিত্রের পরিচয় পেশ করে। আমরা তার কর্মকাণ্ডগুলো বিশ্লেষণ করলে দেখতে পাই- তিনি তাঁর প্রতিপালকের প্রতি পূর্ণ আনুগত্যশীল, সমাজের মানুষ হিসেবে উদার ও মহৎ চরিত্রের অধিকারী এবং সততার বিচারে একদম খাঁটি লোক। একজন মুসলিমের যেসব গুণ থাকা অপরিহার্য, তার চরিত্রে সেসব গুণের সমাবেশ ঘটেছে। তিনি হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদতের যথার্থ রক্ষক।

তিনি তার কাজের দ্বারা প্রমাণ করেছেন- মানুষ হওয়ার জন্য পেশা বড় বিষয় নয় বরং সচ্চরিত্র ও উন্নত নৈতিকতাই মুখ্য বিষয়।

পরিশেষে বলা যায়, মানুষ শুধুমাত্র আল্লাহর ইবাদত তথা গোলামি করার জন্য সৃষ্টি হয়েছে। আর ইবাদতে হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদে সমভাবে মনোযোগী হতে হয়। জনাব শফিকুর রহমান তার কর্মকাণ্ডে হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ পালনে পরিপূর্ণ আন্তরিকতার পরিচয় দিয়েছেন।

মহানবি (স.) বলেছেন, "শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (ইবনে মাজাহ) এ হাদিস দ্বারা শ্রমিকের পাওনা যত দ্রুত সম্ভব পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেননা শ্রমিকরা সাধারণত গরিব ও নিঃস্ব শ্রেণির হয়ে থাকে। তারা তাদের শ্রমের মজুরি দিয়ে চাল, ডাল, তরিতরকারি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে জীবনধারণ করে। তাই তার পাওনা পেতে দেরি হলে শ্রমিক ও তার পরিবার অভুক্ত থেকে কষ্ট পাবে। ফলে শ্রমিকের মাঝে অসন্তোষ দেখা দিবে এবং এ অসন্তোষ থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এমনকি উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। আর যদি শ্রমিক তার পাওনা যথাসময়ে পায়, তাহলে তার মনে আনন্দ থাকবে এবং সে উৎসাহের সাথে কাজ করবে। ফলে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য রাসুল (স.) উক্ত নির্দেশ দিয়েছেন।

সাজ্জাদ সাহেব শিল্পপতি হয়েও শ্রমিকের পাওনা বেতন দিতে গড়িমসি করেন। এতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। সাজ্জাদ সাহেবের এ কাজটি দ্বারা নবি (স.)-এর আদেশ লঙ্ঘিত হয়েছে। নবি (স.) বলেছেন, "শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক পরিশোধ কর।" সাজ্জাদ সাহেব মুসলিম হয়েও নবি (স.)-এর আদেশের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন। তার এ কাজ দ্বারা হাক্কুল ইবাদ বিঘ্নিত হয়েছে এবং তার অসাধু চরিত্রের প্রকাশ ঘটেছে। সাজ্জাদ সাহেবের স্মরণ রাখা দরকার, শ্রমিরা কষ্ট করে পণ্য উৎপাদন করার কারণে তার কারখানা চালু থাকে এবং তিনি শিল্পপতি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন।

শ্রমিকদের পাওনা হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার। হাক্কুল ইবাদ পালনে মহান আল্লাহ কঠোর নির্দেশ জারি করেছেন। তাই সাজ্জাদ সাহেবের উক্ত আচরণের সংশোধন হওয়া জরুরি।

 

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...