ইংরেজ শাসকদের কাছ থেকে উপমহাদেশের মুক্তির জন্য মহাত্মা গান্ধী এক সময় এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন। নানাভাবে তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত করার চেষ্টা করেন। এরই ধারাবাহিক ফসল স্বদেশী আন্দোলন, অহিংস আন্দোলন ইত্যাদি। কালের বিবর্তনে জন্ম পাকিস্তান ও ভারত নামক দুটি পৃথক রাষ্ট্রের এবং পরবর্তীকালে বাংলাদেশের।
শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ বলা হয়; কারণ ঐ ভাষণে অনুপ্রাণিত হয়েই এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। বাঙালিরা তাঁর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং অনেক ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করে। আবেগে, বক্তব্যে, দিকনির্দেশনায় ওই ভাষণটি ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। শেখ মুজিবুর রহমানের এই ভাষণটিকে ২০১৭ সালে ইউনেস্কো 'ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড' রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। এই ভাষণের ঐতিহাসিক গুরুত্ব ও সুদূরপ্রসারী তাৎপর্যের জন্য এটিকে ঐতিহাসিক ভাষণ বলা হয়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?