আসাদ দীর্ঘদিন 'A' দেশে বাস করেন। সম্প্রতি তিনি মাতৃভূমি বাংলাদেশে বেড়াতে এসে ছোট ভাইকে তার প্রবাসী জীবনের অভিজ্ঞতার কথা শোনান। সেখানকার মানুষের মাথাপিছু আয় অত্যন্ত বেশি। সেখানে তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন, তার মালিককে কারখানা প্রতিষ্ঠার আগে সরকারের অনুমতি নিতে হয়নি। আবার সে তার পছন্দ অনুযায়ী যেকোনো দ্রব্য ভোগ করতে পারে।
A' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে।
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিমালিকানা বজায় থাকে। উৎপাদন, বিনিময় ও ভোগসহ সমাজের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। উৎপাদনকারী ও ব্যবসায়ী নিজের ইচ্ছা অনুযায়ী এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে দ্রব্যসামগ্রী উৎপাদন ও ক্রয়-বিক্রয় করে। ভোগের ক্ষেত্রেও। প্রত্যেক ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। এসব ক্ষেত্রে কোনো সরকারি নিয়ন্ত্রণ থাকে না। তাই এ ধরনের অর্থব্যবস্থাকে অবাধ বা মুক্ত অর্থনীতিও বলা হয়। এ অর্থব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে ফার্মসমূহের মধ্যে অবাধ প্রতিযোগিতা লক্ষ করা যায়। সেখানে ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক দর কষাকষির মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার। দাম নির্ধারিত হয়। উদ্দীপকের আসাদ 'A' দেশে বাস করেন। সে দেশের মানুষের মাথাপিছু আয় বেশি। সেখানে ব্যক্তি তাদের ইচ্ছ্য ও সুবিধা অনুযায়ী উৎপাদন, কলকারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে। অধিকাংশ বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে কোনো সরকারি হস্তক্ষেপ থাকে না। তাছাড়া ঐ দেশের প্রত্যেক ভোক্তা তার নিজের পছন্দ ও বুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে। কাজেই বলা যায়, 'A' দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা চালু রয়েছে।
আপনি কি খুঁজছেন “অর্থনীতি নবম-দশম শ্রেণি PDF”, বা সহজ ব্যাখ্যাসহ Class 9-10 Economics প্রশ্ন–উত্তর?
তাহলে SATT Academy–তে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!
এখানে আপনি পাবেন:
সবকিছুই একেবারে বিনামূল্যে!
🔗 অর্থনীতি – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সম্পূর্ণ বইটি অনলাইনে পড়া ও ডাউনলোড করা যাবে)
✔️ ১০০% ফ্রি ও সহজবোধ্য
✔️ NCTB বইয়ের আলোকে সাজানো
✔️ ভিডিও, ইমেজ, লাইভ টেস্ট সুবিধা
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন
✔️ শিক্ষার্থী–বান্ধব ও আপডেটেড কনটেন্ট
SATT Academy–তে শেখা হোক সহজ, কার্যকর ও আনন্দদায়ক!
আজই শুরু করুন অর্থনীতি অধ্যয়ন — ব্যাখ্যা, প্রশ্ন, PDF ও টেস্টসহ একদম ফ্রি।
📘 SATT Academy – সব ছাত্রের জন্য সহজ, প্রযুক্তিনির্ভর ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?