চিত্রের 'Q' স্তরটি স্ট্রাটোমণ্ডল।
ট্রপোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল (Stratosphere) নামে পরিচিত। নিচে স্ট্রাটোমণ্ডলের বৈশিষ্ট্য ব্যাখ্যা
করা হলো-
i. এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো জলীয়বাষ্প থাকে না। ফলে আবহাওয়া শান্ত ও শুষ্ক থাকে। ঝড়-বৃষ্টি থাকে না বলে এ স্তরের মধ্য দিয়ে বিনা বাঁধায় জেট বিমান চলাচল করে।
ii. এই স্তরে ওজোন (O;) গ্যাসের পরিমাণ বেশি থাকে। এ ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি (Ultraviolate rays) শুষে নেয়।
iii. এ স্তরের প্রায় ৫০ কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পেতে শুরু করে। এটি স্ট্রাটোমণ্ডলের শেষ প্রান্ত নির্ধারণ করে।
আপনি কি খুঁজছেন “ভূগোল ও পরিবেশ নবম-দশম শ্রেণি PDF”, অথবা বোর্ড পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা?
তাহলে SATT Academy–তে আপনাকে স্বাগতম!
এখানে আপনি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ভূগোল ও পরিবেশ বইয়ের অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, CQ/MCQ প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, এবং সরকারি PDF ডাউনলোড সুবিধা।
🔗 ভূগোল ও পরিবেশ PDF ডাউনলোড করুন
(সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি বই ডাউনলোড বা অনলাইনে পড়া যাবে)
✔️ ১০০% ফ্রি ও বিজ্ঞাপনহীন পাঠাভিজ্ঞতা
✔️ NCTB বই অনুযায়ী স্মার্ট ও সাজানো কনটেন্ট
✔️ লাইভ টেস্ট, ইন্টার্যাক্টিভ ভিডিও, মানচিত্রসহ উপস্থাপন
✔️ কমিউনিটি যাচাইকৃত ব্যাখ্যা ও প্রশ্নব্যাংক
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ডিজাইন
আজ থেকেই SATT Academy–তে অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট এবং PDF সহ ভূগোল ও পরিবেশ–এর সম্পূর্ণ প্রস্তুতি নিতে শুরু করুন।
📘 SATT Academy – প্রতিটি শিক্ষার্থীর আধুনিক, সহজ ও নির্ভরযোগ্য শিক্ষার ঠিকানা।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?