Academy

কৃষক ওসমান গনি প্রতিদিন সকালে গ্রামের বাজারে দুই- তিন ধরনের সবজি বিক্রি করেন। প্রতিদিনই কম সময়ের মধ্যে তার সব সবজি বিক্রি হয়ে যায়। কোনো কোনো দিন তিনি সবজির চাহিদা বুঝে দাম বাড়িয়ে দেন। তাও সব সবজি বিক্রি হয়ে যায়। প্রায় দিনই তিনি বেশি সবজি না আনতে পেরে আফসোস করেন।

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। (অনুধাবন)

Created: 11 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago
Ans :

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো

বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা:পূর্ণ প্রতিযোগিতার বাজারে যে দ্রব্য ক্রয়-
বিক্রয় করা হয় তার বহুসংখ্যক ক্রেতা-বিক্রেতা থাকে। এর ফলে এ বাজারে দ্রব্যের নির্ধারিত দামে কোনো ক্রেতা বা বিক্রেতা এককভাবে প্রভাবিত করতে পারে না। সকলকেই নির্ধারিত দামেই দ্রব্যটি ক্রয়-বিক্রয় করতে হয়।

11 months ago

অর্থনীতি

💰 অর্থনীতি – নবম-দশম শ্রেণি | এসএসসি | NCTB অনুমোদিত ২০২৫

আপনি কি খুঁজছেন “অর্থনীতি নবম-দশম শ্রেণি PDF”, বা সহজ ব্যাখ্যাসহ Class 9-10 Economics প্রশ্ন–উত্তর?
তাহলে SATT Academy–তে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!

এখানে আপনি পাবেন:

  • NCTB পাঠ্যবই অনুযায়ী সাজানো অধ্যায়ভিত্তিক কনটেন্ট
  • গুরুত্বপূর্ণ MCQ ও সৃজনশীল প্রশ্ন–উত্তর
  • সহজ ভাষায় ব্যাখ্যা ও উদাহরণ
  • লাইভ টেস্ট ও ভিডিও টিউটোরিয়াল
  • বইয়ের PDF ও ছবি ডাউনলোড সুবিধা

সবকিছুই একেবারে বিনামূল্যে!


✅ এখানে যা থাকছে:

  • প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ও বোর্ড-প্রাসঙ্গিক প্রশ্ন
  • সহজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা, উদাহরণসহ
  • লাইভ টেস্ট ও সেলফ–অ্যাসেসমেন্ট কুইজ
  • PDF এবং ছবি আকারে বই ডাউনলোড
  • ইউটিউব ভিডিও সংযুক্ত – ভিজ্যুয়াল শেখার জন্য
  • কমিউনিটি যাচাইকৃত ও বিশ্বস্ত তথ্যসমৃদ্ধ কনটেন্ট

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 অর্থনীতি – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সম্পূর্ণ বইটি অনলাইনে পড়া ও ডাউনলোড করা যাবে)


👨‍👩‍👧‍👦 কাদের জন্য উপযোগী:

  • শিক্ষার্থীদের জন্য: বোর্ড প্রস্তুতি ও অধ্যায়ভিত্তিক অনুশীলনের জন্য
  • শিক্ষকদের জন্য: ক্লাস উপস্থাপন ও মূল্যায়নের জন্য রেডি কনটেন্ট
  • অভিভাবকদের জন্য: সন্তানের পড়ালেখা বুঝে সাহায্য করার জন্য
  • টিউটরদের জন্য: প্র্যাকটিস ও পরীক্ষামূলক প্রশ্ন উপস্থাপন সহজ

⚙️ কিভাবে ব্যবহার করবেন:

  1. অধ্যায় সিলেক্ট করুন
  2. প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা পড়ুন
  3. PDF/ছবি ডাউনলোড করুন
  4. লাইভ টেস্টে অংশ নিন
  5. নিজে ব্যাখ্যা দিন – অন্যদের সাহায্য করুন

✨ কেন পড়বেন SATT Academy–তে?

✔️ ১০০% ফ্রি ও সহজবোধ্য
✔️ NCTB বইয়ের আলোকে সাজানো
✔️ ভিডিও, ইমেজ, লাইভ টেস্ট সুবিধা
✔️ মোবাইল–ফ্রেন্ডলি ডিজাইন
✔️ শিক্ষার্থী–বান্ধব ও আপডেটেড কনটেন্ট


🔍 সার্চ–সহায়ক কীওয়ার্ড:

  • অর্থনীতি নবম দশম শ্রেণি PDF
  • Class 9-10 Economics NCTB
  • Economics SSC Question Answer
  • উচ্চ মাধ্যমিক অর্থনীতি ব্যাখ্যা
  • SATT Academy Economics Class 9 10
  • অর্থনীতি PDF ডাউনলোড SSC
  • NCTB Economics Book Bengali

🚀 শুরু করুন এখনই!

SATT Academy–তে শেখা হোক সহজ, কার্যকর ও আনন্দদায়ক!
আজই শুরু করুন অর্থনীতি অধ্যয়ন — ব্যাখ্যা, প্রশ্ন, PDF ও টেস্টসহ একদম ফ্রি।

📘 SATT Academy – সব ছাত্রের জন্য সহজ, প্রযুক্তিনির্ভর ও গাইডলাইনভিত্তিক শিক্ষা।

Content added By

Related Question

View More

1 ফার্ম কাকে বলে? (জ্ঞানমূলক)

Created: 11 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago

একটি মাত্র দ্রব্য উৎপাদন করে এমন ব্যবসায় প্রতিষ্ঠানকে ফার্ম বলে

যে বাজারে দ্রব্যের চাহিদার পরিবর্তনের সাথে যোগান সামান্য পরিবর্তিত হয় তাকে স্বল্পকালীন বাজার বলে।

মাকালীন বাজারের স্থায়ীত্বকাল কম হয়, তাই এ সময়ের মধ্যে স্থির খরচসমূহ (কারখানার আয়তন বা সংখ্যা) পরিবর্তন করা যায় না। তবে পরিবর্তনীয় খরচসমূহ (উপকরণের পরিমাণ) হ্রাস-বৃদ্ধি করে, দ্রব্যের উৎপাদন কম-বেশি করা যায়। এ বাজারে দ্রব্যের দাম, যোগানের চেয়ে চাহিদা দ্বারা বেশি প্রভাবিত হয়। গামছা, লুঙ্গি ও শাড়ি প্রভৃতি স্বল্পকালীন বাজারের পণ্য।

কামালের ক্রয়কৃত ম্যাটাডর কলমটি হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য।

যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা সদৃশ কিন্তু সামান্য পৃথকীকৃত (Similar but slightly differentiated) দ্রব্যের ক্রয়-বিক্রয়ে লিপ্ত হয় ঐ বাজারকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। এ বাজারে কোনো ফার্ম যদি নিজের পণ্যের দাম বাড়ায়, তাহলে ক্রেতা অপর ফার্মের পরিবর্তক দ্রব্য কেনে। এক্ষেত্রে প্রথম ফার্মের পণ্যের চাহিদা কিছুটা কমতে পারে, তবে চাহিদা কখনও শূন্য হয় না। এ বাজারের পণ্যসমূহ হলো- কলম, সাবান, টুথপেস্ট প্রভৃতি। উদ্দীপকের কামালের ক্রয়কৃত পণ্যটি হলো কলম। বাজারে বিভিন্ন কোম্পানির কলম আছে। সেগুলোকে রং, ডিজাইন এবং সামান্য নামের ভিন্নতার মাধ্যমে আলাদা করা যায়। এক্ষেত্রে একটি কোম্পানির কলমের দাম বাড়লে ক্রেতা অন্য কোম্পানির কলম ক্রয় করবে। কাজেই বলা যায়, কলম হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য।

কামালের ক্রয়কৃত পণ্যের বাজারটি হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। নিম্নে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের সর্ম্পক বিশ্লেষণ করা হলো-

যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা, সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত থাকে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আর যে বাজারে কিছু বিক্রেতা সম্পূর্ণ এক না হলেও প্রায় একই ধরনের দ্রব্য বিক্রয় করে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। উভয় বাজারেই ক্রেতা ও বিক্রেতার পক্ষে সহজে বাজারে প্রবেশ ও প্রস্থানের সুযোগ রয়েছে। উদ্দীপকের কামালের ক্রয়কৃত কলমটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। এ বাজারে বিক্রির জন্য যে কলমগুলো সরবরাহ করা হয়, সেগুলো ব্র্যান্ড, রং, ডিজাইন এবং নামের ভিন্নতার মাধ্যমে আলাদা করা  যায়। তাছাড়া এরূপ বাজারে পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে বিক্রেতা সামান্য ভূমিকা রাখতে পারে। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে, পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের কতিপয় বৈশিষ্ট্য একযোগে দেখা যায়। একচেটিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ফার্ম যে দ্রব্যগুলো উৎপাদন করে, সেগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা থাকে। আর এই দ্রব্যের পৃথকীকরণের মধ্যে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য বিদ্যমান। আবার বহু ক্রেতা-বিক্রেতা থাকায় পূর্ণ প্রতিযোগিতার বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।

যেহেতু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার দুটি ভিন্ন বাজারের সমন্বয়ে গঠিত, তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে এককভাবে একচেটিয়া

5 উপকরণ কাকে বলে? (জ্ঞানমূলক)

Created: 11 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago

কোনো কিছু উৎপাদনের জন্য যেসব বস্তু বা সেবাকর্মের প্রয়োজন সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে।

উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ বলতে বোঝায় বাজারে বিভিন্ন ফার্ম যে নির্দিষ্ট দ্রব্যটি উৎপাদন করে সেটি গুণগত ও বাহ্যিকভাবে একটি অপরটি থেকে পৃথক।

বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্যগুলো অনেকটা সদৃশ হলেও একটি অপরটির পরিবর্তক (তবে পূর্ণ পরিবর্তক নয়) হতে পারে। বিক্রেতা বিজ্ঞাপন ব্যয়, প্যাকিং, ডিজাইন, সামান্য নামের ভিন্নতার মাধ্যমে উৎপন্ন দ্রব্যের প্রভেদীকরণ করে। যেমন- প্যারাসিটামল জাতীয় ঔষধের বাজার।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...