মনসুর এক শতক জমিতে দুই খণ্ড ধানের বীজতলা তৈরি করল। বীজ বুনে যত্ন নেওয়ায় চারার উৎপাদন ভালো হলো। কিন্তু চারাগুলো জমিতে রোপণের পর ধানের উৎপাদন ভালো হয়নি। কারণ ধান গাছ ব্লাস্ট ও টুংরো রোগে আক্রান্ত হয়েছিল।
বীজ বপনের পূর্বে ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমে জীবাণুমুক্ত করাকে বীজ শোধন বলে। বপনকৃত বীজ ও উৎপন্ন চারাকে রোগের সংক্রমণ থেকে রক্ষার জন্য বীজ শোধন করা প্রয়োজন। তাছাড়া যেসব ফসলের বীজত্বক শক্ত, সেসব ফসলের বীজের সুপ্তাবস্থা ভাঙার জন্য বীজ শোধন করে নিলে নির্ধারিত সময়ে অঙ্কুরোদগম ঘটে। অর্থাৎ, সুস্থ সবল চারা উৎপাদন, বীজবাহিত রোগ প্রতিরোধ, অঙ্কুরোদগম হার বৃদ্ধি ও ভালো ফলন পাওয়ার জন্য বীজ শোধন করা হয়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?