‘ক’ একটি উন্নয়নশীল দেশ যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ১,০১৫ জন বাস করে। এ দেশের একজন হতদরিদ্র কৃষক রহিম। তার পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। সে গ্রামে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে ৷
জনমিতিক ট্রানজিশনাল মডেলের ‘ক’ ধাপ যেখানে খাদ্য ও চিকিৎসার অভাব, যুদ্ধ ইত্যাদি বিদ্যমান। মায়ানমার এই ধাপের একটি দেশ । আবার বাংলাদেশ এই মডেলের ‘খ’ ধাপে রয়েছে যেখানে জনস্বাস্থ্যের উন্নয়ন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন দেখা যায়।
Read more