On This Page

প্রজাতি

জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র - প্রজাতি

প্রজাতিঃ

Job Ray খ্রিস্টাব্দে সর্বপ্রথম species শব্দটি ব্যবহার করেন। প্রজাতি জীবের শ্রেণিবিন্যাস স্তরের

সর্বনিম্ন মৌলিক স্তর একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত, দৈহিক ও জনন সংক্রান্ত চারিত্রিক বৈশিষ্ট্যের পারস্পরিক সাদৃশ্যযুক্ত একদল জীব যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর (জননক্ষম) প্রজন্ম সৃষ্টিতে সক্ষম তাদের প্রজাতি বলে।

প্রত্যেক প্রজাতির নিজস্ব সুস্পষ্ট গাঠনিক, আচরণগত ও বাস্তুসংস্থানিক বৈশিষ্ট্য রয়েছে। প্রজাতি হচ্ছে জীবের ক্ষুদ্রতম সুস্পষ্ট গোষ্ঠীকরণ (smallest distinct grouping of organisms)। পরিবেশের সঙ্গে একটি প্রজাতির অনন্য ও বহুমাত্রিক সম্পর্ককে নীশ বলেএকটি প্রজাতি এমন সব সদস্য নিয়ে গঠিত যারা কেবল নিজেদের মধ্যেই জনন ঘটাতে সক্ষম।

প্রজাতি শনাক্তকরণ এর জন্য বৈশিষ্ট্য (Characteristics for Indentification of Species)

প্রজাতিকে সংজ্ঞাবদ্ধ করার বিষয়ে জীববিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য থাকলেও প্রজাতি শনাক্তকরণের জন্য বৈশিষ্ট্য:

১. অভিন্ন উৎপত্তি (Common descent) : একটি প্রজাতির সদস্যদের উৎপত্তি অবশ্যই প্রাকৃতিকভাবে অভিন্ন পুর্বপুরুষ থেকে হবে। বস্তুত তাদের ঐতিহাসিক স্বত্ত্বা (historical entities) থাকবে।

২. সুনির্দিষ্ট ক্ষুদ্রতম জীবগোষ্ঠী (Smallest distinct grouping of plants and animals) : অঙ্গসংস্থানিক ও ক্রোমোজোমীয় বৈশিষ্ট্যের আলোকে এই জীবগোষ্ঠীকে বংশলতিকা বা পেডিগ্রি (pedigre) তে অবশ্যই ক্ষুদ্রতম ও সুনির্দিষ্ট হতে হবে ।

৩. প্রজননিক সম্প্রদায় (Reproductive community) : প্রজাতি গোষ্ঠীভুক্ত সদস্যরা কেবলমাত্র নিজেদের মধ্যে। যৌন জননে সক্ষম কিন্তু অন্য এরূপ জনগোষ্ঠী থেকে অবশ্যই পৃথক।

৪. বাস্তুতান্ত্রিক একক (Ecological unit) : বাস্তুতান্ত্রিকভাবে প্রজাতির অন্তর্ভুক্ত সদস্যরা একই পরিবেশে একক জনগোষ্ঠী হিসেবে বাস করে এবং ঐ পরিবেশে বসবাসকারী অন্যান্য জীবগোষ্ঠীর সাথে আন্ত:বিক্রিয়াগতভাবে অবশ্যই পৃথক । অর্থাৎ প্রত্যেক প্রজাতির সুনির্দিষ্ট বাস্তুতান্ত্রিক নীশ (ecological niche) রয়েছে । 

৫. জেনেটিক একক (Genetic unit): প্রজাতি এমন এক জনগোষ্ঠী যাদের পারস্পরিক আদান-প্রদানযোগ্য এক বিশাল জিন ভান্ডার রয়েছে। তবে তা অন্য জীবগোষ্ঠী হতে পৃথক।

Content added || updated By

Promotion

Promotion