মাঠ ও উদ্যান ফসল উৎপাদন

একাদশ- দ্বাদশ শ্রেণি - কৃষিশিক্ষা - কৃষিশিক্ষা ১ম পত্র | | NCTB BOOK
15
15
Please, contribute by adding content to মাঠ ও উদ্যান ফসল উৎপাদন.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

ধানের একটি বিশেষ রোগ রয়েছে যার জন্য Ustilago virens নামক ছত্রাক দায়ী। 

বাকানি রোগ
খোল পোড়া রোগ
ভুয়া ঝুল রোগ
লালচে রেখা রোগ
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

শফিকুল এবার পেঁয়াজ চাষের সিদ্ধান্ত নিয়েছে। কৃষি কর্মকর্তা তাকে জানালো পেঁয়াজ চাষে বীজ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই খরচ বেশি হলেও উফশী জাতের বীজই সে নির্বাচন করল। সে এখন চারা তৈরির প্রস্তুতি নিচ্ছে। 

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

সুজন আলী একজন পাট চাষি। তিনি এ বছর তার দুই খন্ড জমিতে সিসি ৪৫ ও ও-৯৮৯৭ জাতের পাটের চাষ করেন। তিনি সি সি-৪৫ জাতের পাট আষাঢ় মাসে ও ও-৯৮৯৭ জাতের পাট ভাদ্র মাসে কাটেন। তিনি প্রতি খণ্ড থেকে ২০০০টি করে আঁটি পান। পাট জাগ দেওয়ার সময় তিনি ইউরিয়া সার প্রয়োগ করে অতঃপর পাট জাগ দিয়েছেন। 

Promotion