রিমন পদার্থবিদ্যায় অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছে। একদিন কৌতূহলবশত ছোট ভাই ইমনের যুক্তিবিদ্যা বইটি অধ্যয়ন করে। বইটি পড়ে সে অনেক অবাক হলো, যুক্তিবিদ্যার পরিসর এত ব্যাপক! আমাদের চিন্তার ভাষাগত রূপ, জ্ঞানের প্রকৃতি, অবধারণ ইত্যাদি বিষয় যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়।
শুভ তার বন্ধুদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরতে এসেছে। তারা অপরাজেয় বাংলা, স্বাধীনতা সোপার্য, রাজু ভাস্কর্য প্রভৃতি দেখে মুগ্ধ। একটা জাতির রুচিবোধ শিল্প প্রভৃতি এসব সুকুমার বৃত্তির মাধ্যমে প্রকাশিত হয়।
Read more