ক) শব্দের দ্বিরুক্তি
১. একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং শব্দ দুটি অবিকৃত থাকে। যথা— ভালো ভালো ফল, ফোঁটা ফোঁটা পানি, বড় বড় বই ইত্যাদি।
২. একই শব্দের সঙ্গে সমার্থক আর একটি শব্দ যোগ করে ব্যবহৃত হয়। যথা— ধন-দৌলত, খেলা- ধুলা, লালন-পালন, বলা-কওয়া, খোঁজ-খবর ইত্যাদি। ৩. দ্বিরুক্ত শব্দ—জোড়ার দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয়। যেমন— মিট-মাট, ফিট-ফাট, বকা-
ঝকা, তোড়জোড়, গল্প-সল্প, রকম-সকম ইত্যাদি ।
৪. সমার্থক বা বিপরীতার্থক শব্দ যোগে। যেমন— লেন-দেন, দেনা-পাওনা, টাকা-পয়সা, ধনী-গরিব,
আসা-যাওয়া ইত্যাদি।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
শব্দের দ্বিরুক্তি
পদের দ্বিরুক্তি
অনুকারের দ্বিরুক্তি
উপরের কোনটিই নয়
ঠা ঠা
কা কা
শাঁ শাঁ
খাঁ খাঁ
বহুবচন বোঝাতে
বিশেষণ অর্থে
সংখ্যা বোঝাতে
সমষ্টিবাচকতা বোঝাতে
চড়চড়
গড়গড়
ফড়ফড়
হড়হড়
ব্যাপ্তি অর্থে
আধিক্য বোঝাতে
বিশেষ্য রূপে
ক্রিয়াবিশেষণ রূপে