স্থুলতা

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র | NCTB BOOK
1.5k
Summary

স্বাস্থ্য এবং স্থূলতা

স্বাস্থ্য হল সকল সুখের মূল, এবং আধুনিক যুগে স্বাস্থ্যকে রোগমুক্ত এবং শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সংজ্ঞায় বুঝা হয়। মোটা হওয়া কখনোই স্বাস্থ্যবান হওয়ার সূচক নয়। স্থূলতা তখন বিবেচিত হয় যখন শরীরের ওজন আদর্শ দৈহিক ওজনের ২০% বা তার বেশি থাকে।

বডি মাস ইনডেক্স (BMI) হল উচ্চতা ও ওজনের আনুপাতিক হার, যা স্থূলতা নির্ধারণে ব্যবহৃত হয়।

  • BMI ২৫-৩০: স্থূলকায়
  • BMI ৩০-এর বেশি: অতিস্থূলকায়

স্থূলতা নিয়ে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান একটি বিশেষ শাখা গঠন করেছে, যা বেরিয়াট্রিকস (Bariatrics) নামে পরিচিত। স্থূলতা বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়, যেমন:

  • করোনারি হৃদরোগ
  • টাইপ-২ ডায়াবেটিস
  • ক্যান্সার (স্তন, কোলন)
  • উচ্চ রক্তচাপ
  • স্ট্রোক
  • যকৃত ও পিত্তনালী সমস্যা
  • স্লিপ অ্যাপনিয়া
  • অস্টিও-আরথারাইটিস
  • বন্ধ্যাত্ব

"স্বাস্থ্যই সকল সুখের মূল'- একটি সুপরিচিত ও জনপ্রিয় প্রবচন । আগে সাধারণ মানুষের চোখে স্বাস্থ্যবান মানুষ বলতে দীর্ঘকায় ও মোটা-সোটা ব্যক্তিকে বোঝাত। জ্ঞান-বিজ্ঞানের আলোকে আমরা জানতে পেরেছি যে 'মোটা-সোটা' অতি ব্যক্তি মানেই স্বাস্থ্যবান মানুষ নয়। স্বাস্থ্যের আধুনিক সংজ্ঞা হচ্ছে : রোগ-ব্যাধি বা অন্যান্য অস্বাভাবিক পরিস্থিতিমুক্ত শারীরিক, মানসিক ও সামাজিক মঙ্গলকর অবস্থাকে স্বাস্থ্য বলে (Mosby's Medical Dictionary, 8th edition ব 2009)) এ সংজ্ঞা অনুযায়ী, স্থূলতাকে স্বাস্থ্যের পরিবর্তে অসুস্থতা হিসেবে বিবেচনা করে চিকিৎসাবিজ্ঞানে এক নতুন
শাখার সৃষ্টি হয়েছে। আদর্শ দৈহিক ওজনের ২০% বা তারও বেশি পরিমাণ মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থূলতা বলে। স্থূলতার ফলে দেহের ওজন স্বাভাবিকভাবেই বেড়ে যায় পূর্ণবয়ষ্ক মানুষে দেহের মাত্রাতিরিক্ত ওজন নির্ধারণের জন্য উচ্চতা ও ওজনের যে আনুপাতিক হার উপস্থাপন করা হয় তাকে দেহের ওজন সূচক বা বডি মাস ইনডেক্স (Body Mass Index = BMI) বলে । যদি কারও BMI ২৫ কেজি/ বর্গমিটার থেকে ৩০ কেজি/বর্গ মিটারের মধ্যে থাকে তখন তাকে স্থূলকায় বা মোটা বলা যায়। BMI ৩০ কেজি/m-এর বেশি হলে তাকে অতিস্থূলকায় বলে ।

BMI = দেহের ওজন (কিলোগ্রাম) ব্যক্তির উচ্চতা (মিটার২)

স্থূলতার ব্যাপকতায় সারা পৃথিবীর চিকিৎসা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে আজ স্থূলতা নিয়ে আলোচনা হচ্ছে। এ প্রেক্ষিতে চিকিৎসাবিজ্ঞানের একটি শাখাও সৃষ্টি হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের যে শাখায় সুলতার কারণ, প্রতিরোধ, চিকিৎসা ও অস্ত্রোপচার সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বেরিয়াট্রিকস (Bariatrics) বলে। স্থূলতার কারণে যে সব রোগ হতে পারে তার মধ্যে রয়েছে-করোনারি হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস, ক্যান্সার (স্তন, কোলন), উচ্চ রক্তচাপ, স্ট্রোক, যকৃত ও পিথেলির অসুখ, স্লিপ অ্যাপনিয়া, অস্টিও-আর্থাইটিস, বন্ধ্যাত্ব ইত্যাদি।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

স্ট্রোক
টাইপ -1 ডায়াবেটিস মেলাটাইস
উচ্চ রক্তচাপ
ক্যান্সার
রক্ত শূন্যতা
হাঁপানি
করোনারি হার্ট ডিজিজ
রেনাল ফেইলিওর
শ্বাসনালি
রক্তবাহিকায়
পাকস্থলী
অস্ত্র
হলুদ অস্থিমজ্জায়
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...