Verb : যে word করা, খাওয়া, মারা, ধরা প্রভৃতি কাজ করা বুঝায় তাকে Verb বলে। Verb ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। সেজন্য Verb হলো বাক্যের অপরিহার্য অংশ। Verb-এর কয়েকটি উদাহরণ হলো: eat, see, catch, walk ইত্যাদি।

Content added By

 Finite Verb (সমাপিকা ক্রিয়া) : Finite শব্দটি এসেছে Latin শব্দ Finitus থেকে, যার অর্থ অন্যের দ্বারা সীমাবদ্ধ বা নিয়ন্ত্রিত। যে verb-গুলো তাদের tense ও mood দ্বারা এবং তার subject এর person ও number দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাদেরকে Finite Verb বলে। একটি clause-এ অবশ্যই একটি Finite Verb থাকে,  যেমন— He sings a song. He knows it.
 

Content added By

Principal Verb : Sentence-এ যে verb-এর নিজস্ব অর্থ থাকে এবং অন্য কোনো verb-এর সাহায্য ছাড়াও স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে Principal verb বলে। যেমন— We play cricket. We need some money.
 

Content added By

Transitive Verb : যে verb-এর object থাকে, তাকে Transitive verb বলে। 'He writes a letter'. In this sentence 'write' is a/an-- Intransitive verb.

Content added By
Misfortunes comes never alone.
Misfortunes never come alone.
Misfortunes never alone comes.
Misfortunes comes alone ever .

Intransitive Verb : যে verb-এর অর্থ পরিপূর্ণ করার জন্য object-এর প্রয়োজন পড়ে না অর্থাৎ যে verb-এর object থাকে না তাকে intransitive verb বলে।যেমন- sing, fly, come, go, dance, swim, rise, cry, bark, laugh, arrive ইত্যাদি  intransitive verb. The girl sings . Bird flies. He cannot swim. The car stopped.
 

Content added By

Auxiliary verb: Sentence এ যে verb- এর নিজস্ব অর্থ থাকে না এবং অন্য কোনো  verb- এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না,তাকে Auxiliary verb বলে।যেমন- I am reading a novel. Students have made a garden.

Content added By

Primary Auxiliary: be (am, is, are, was, were, been), do, does, did, have, has, had প্রভৃতি.

Content added By

Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) : যে verb গুলো তাদের tense ও mood দ্বারা এবং তার subject-এর person ও number দ্বারা নিয়ন্ত্রিত হয় না কিন্তু finite verb-এর সাহায্য ছাড়া সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না তাদেরকে Non-finite Verb বলে।যেমন- He is going to play cricket. He saw the girl dancing. I enjoy watching TV.

Content added By

Participle : Verb-এর যে form একই সাথে verb এবং adjective-এর কাজ করে তাকে Participle বলে । Participle তিন প্রকার। যথা : 

1. Present Participle 2. Past Participle 3. Perfect Participle
 

Content added By

Present Participle: Verb-এর present form-এর ing যুক্ত হয়ে যদি উহা একই সাথে verb এবং adjective-এর কাজ করে তখন তাকে Present Participle বলে। যেমন- He is working . He has been working.

Content added By

Past Participle : Verb-এর past participle form যদি একই সাথে verb এবং adjective-এর কাজ সম্পন্ন করে তাকে past participle বলে। যেমন- He has worked hard. He will have passed.
 

Content added || updated By

Perfect Participle: Having-এর পর verb-এর past participle যুক্ত হয়ে তা যদি একই সাথে verb এবং adjective-এর কাজ করে তাকে Perfect Participle বলে।

যেমন-

Having eaten rice, she went to bed. 

Having passed MA, he got a good job.

Having finished his study, he went to eat.

Having forgotten me he has married again.

Content added By

Infinitives: To + verb-এর base form অর্থাৎ verb- এর present from- এর পূর্বে- to বসিয়ে infinitive গঠন করা হয়। একে Full Infinitive বলা হয়। Full infinitive-এর to অনুক্ত বা উহ্য থাকলে একে Bare Infinitive বলা হয়। যেমন— 

Full Infinitive: They want to play cricket. I told him to do the work. 

Bare Infinitive-They can play cricket. I heard him say this.
 

Content added By

Gerund:

Verb-এর সাথে ing যুক্ত হয়ে তা যদি একইসাথে verb এবং noun-এর কাজ করে তবে তাকে gerund বলে । 

For example-

Reading is an excellent habit.

Gerund/Noun একটি বাক্যে পাঁচটি অবস্থানে বসে:

1. Sentence এর subject হিসেবে gerund বসে। 

For example:

Walking is called the best exercise.

2.Sentence এর object হিসেবে gerund বসে। 

For example:

 It has stopped raining

3.Preposition এর object হিসেবে gerund বসে।

For example:

The customers grew tired of waiting.

Be is fond of riding bicycle.

There is no credit in earning money illegally.

4.Complement হিসেবে gerund বসে।

For example:

Seeing is believing.

His profession is teaching.

My favorite activity is riding bicycle.

5.Compound noun হিসেবে gerund বসে।

For example: 

Walking stick has been lost.

Taking exercise is a good habit.

Making tea can be your earning source.

Content added By

The Linking Verb : যেসব verb-এর অর্থ প্রকাশের জন্য complement প্রয়োজন হয়, তাদেরকে, Linking Verb, Copulative verb, Copular Verb Copulas বলে। এরা কোনো action বা কাজ নির্দেশ না করে তার subject-এর সাথে complement-এর সম্পর্ক স্থাপন করে। নিচে কিছু Linking Verb দেওয়া হলো:

AppearSoundSmellKeep
LookStayTasteGrow
RemainBecomeGetTurn
BeSeemGrowGo
Content added By

Phrasal Verbs

কোনো কোনো Verb-এর পর নির্দিষ্ট কিছু Preposition বা Adverb বসালে উক্ত Verb-এর অর্থের পরিবর্তন ঘটে । Preposition বা Adverb সহ ঐসব Verb-কে Phrasal verbs বা Group verts বলে। যেমন— Bring অর্থ আনয়ন করা কিন্তু Bring up মানে লালন-পালন করা। এখানে Bring up হচ্ছে Phrasal verb বা Group verb.

 

Content added || updated By

Modal Auxiliary

শুধু Tense দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। বিভিন্ন ধরনের মনোভাব প্রকাশ করতে Modal Auxiliaries ব্যবহার করা হয়। Modal-গুলো হচ্ছে : can/could, may/might, shall/ should, will/would, must, need, dare, ought to, have to, used to, be to, be going to, had better, would rather ইত্যাদি। এসব Modals ক্ষেত্র বিশেষে বিভিন্ন অর্থ প্রদান করে। গুরুত্বপূর্ণ Modal সমূহ আলোচনা করা হলো-

General Rule : Modal auxiliaries-এর পর সাধারণত verb-এর present form ব্যবহৃত হয়। এদের সাথে to ব্যবহৃত হয় না। তবে যেসব modal-এর সাথে
to আছে সেগুলো অক্ষুণ্ণ থাকে। যেমন—
He can do the work.
He used to walk in the morning.

Can / Could: নিম্নোক্ত অর্থ প্রকাশ করে :

A. Can দ্বারা বর্তমান সময়ের ক্ষমতা বা সামর্থ্য প্রকাশ করা হয়। Can অনুমতি প্রার্থনা করতেও ব্যবহৃত হয়। 

যেমন- I can do the work (বর্তমান সামর্থ্য), Can I use your pen? (অনুমতি) 

Can-এর past form হচ্ছে could যা দ্বারা অতীতের স্থায়ী ক্ষমতা বুঝায়। উল্লেখ্য, সামর্থ্য অর্থে can/could-এর পরিবর্তে be able to ব্যবহার করা যায়। সেক্ষেত্রে can/could-এর সাথে একত্রে ব্যবহার করা যাবে না। 

B. Could দ্বারা অতীতের স্থায়ী ক্ষমতা বুঝায়। যেমন— He could work 15 hours a day. কিন্তু অতীতে কোনো একটি মাত্র কাজ করতে পেরেছিল বুঝাতে could-এর পরিবর্তে was/were able to বা managed to ব্যবহার করতে হয় । তবে না-বোধক বাক্যে could not ব্যবহার করা যায় ।

যেমন- He managed to pass the test.

C. Could : বর্তমান সময়ে বিনীত অনুরোধ করতে could ব্যবহার করা যায় ।
D. Could have + vpp : অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করা হয়নি— এরূপ বুঝাতে Could have + Verb-এর Past Participle ব্যবহৃত হয় ।
For example:

You could have done the work. – তুমি কাজটি করতে পারতে (কিন্তু করোনি)।
I could have beaten you.. - আমি তোমাকে মারতে পারতাম (কিন্তু মারিনি)।

 May/Might : May /Might নিম্নোক্ত অর্থ প্রকাশ করে -

A. অনুমতি প্রার্থনা : May I come in, sir?
B. ভবিষ্যৎ সম্বন্ধে অনুমান। সেক্ষেত্রে Might বেশি অনিশ্চয়তা প্রকাশ করে ।
It may rain today. (হতে পারে)
It might rain today. (হলেও হতে পারে)
C. May/might be + ing : বর্তমান সময়ে (Present continuous) অনুমান করতে ব্যবহৃত হয় । They may/might be watching TV now. – তারা হয়ত এখন টিভি দেখছে।
D. May/might have + vpp : অতীতের কোনো কাজ সম্বন্ধে অনুমান প্রকাশ করে । You might have heard about Milton – তুমি হয়ত মিল্টন সম্বন্ধে শুনেছ/শুনে থাকবে । 

Shall/Should : Shall/ Should সাধারণত নিম্নোক্ত অর্থ প্রকাশ করে :

A.মতামত চাইতে বা প্রস্তাব করতে প্রশ্নবোধক বাক্যে Shall বসে ।
Shall I make a cup of tea? Shall we go to the park?
B. Should সাধারণ বা ভবিষ্যৎ ঔচিত্য/কর্তব্য প্রকাশ করে। Ought to একই অর্থ দেয় ।
You should obey your parents. You ought to love your country.
C. Should be + ing : বর্তমানে করা/করতে থাকা উচিত বা কর্তব্য বোঝাতে You should be working now. - তোমার এখন কাজ করতে থাকা উচিত ।
ব্যবহৃত হয়।
D. Should have + vpp : অতীতে করা উচিত ছিল কিন্তু করা হয়নি বোঝাতে বসে । You should have done the work. - তোমার কাজটি করা উচিত ছিল (কিন্তু করোনি)।

Will/Would : ভবিষ্যৎ ঘটনা প্রকাশ, সাধারণ অনুরোধ ও বিনীত অনুরোধ করতে Will/ Would বসে।
I will go to Dhaka. (ভবিষ্যৎ ঘটনা)

Must : Must যেসব অর্থ প্রকাশ করে তা হলো : 

A. জরুরি উপদেশ বা সুপারিশ
-You are ill. You must see a doctor. 

B. জানা তথ্য থেকে সঙ্গত অনুমান করতে There are no lights on and no one answers the door bell. They must'nt be at home.


C. Must be + ing : কোনো (জানা) ঘটনা থেকে কোনো কাজ বর্তমানে ঘটছে এরূপ বোঝাতে এই গঠনটি ব্যবহৃত হয়।
-Rahim is back in the team today; he must be feeling better now. 


D. Must have + vpp : কোনো জানা তথ্য থেকে অতীতে ঘটে গেছে এমন অনুমান করতে এই structure-টি ব্যবহৃত হয় ।
You started early morning. You must have reached home before noon.


E. Obligation, Prohibition : বাধ্যবাধকতা ও নিষেধাজ্ঞা বোঝাতে must, mustn't ব্যবহৃত হয়।
You must come to office in time. - You mustn't talk in the classroom.

[বি.দ্র. Must-এর Past form নেই। তাই অতীত বাধ্যবাধকতা বুঝাতে had to ব্যবহৃত
হয়। যেমন- I had to do the work. ]

Have to : বর্তমান বা ভবিষ্যৎ Obligation বা বাধ্যবাধকতা বুঝাতে have to বসে । এর না-বোধক don't/doesn't দিয়ে করা হয়।
You don't have to help me if you don't have time. I can do the job myself.
 

Need, Dare : কোনো প্রয়োজন নেই বুঝাতে না-বোধক বাক্যে need এবং সাহস/ধৃষ্টতা দেখানো বুঝাতে প্রশ্নবোধক বাক্যে Dare বসে । অতীতে করার প্রয়োজন
ছিল না কিন্তু করা হয়েছে বুঝাতে need not have + v.p.p ব্যবহৃত হয় ।

- You need not go to school. তোমার স্কুলে যাবার দরকার নেই ।
-How dare you say so? তুমি কোন সাহসে এমন কথা বললে?
-You need not have gone there. তোমার সেখানে যাবার দরকার ছিল না।

Used to : অতীতে অভ্যাস ছিল, এখন নেই বুঝাতে ব্যবহৃত হয় । উল্লেখ্য, শুধু Used to-এর পর Verb -এর Present form হয় কিন্তু অভ্যস্ত হওয়া বুঝাতে be/get used to-এর পর Verb -এর সাথে ing যুক্ত হয় । (দেখুন 15.15)
He use to ride bicycle.
 

Had better: কোনো কিছু করা ভালো এমন ধারণা প্রকাশ করতে had better ব্যবহৃত হয়। উল্লেখ্য যে, had better দেখতে Past perfect-এর মতো মনে হলেও আসলে এটি present/future-এর অর্থ দেয় । এর পর যথানিয়মে verb-এর present form বসে।
-I had not better be late.
 

Would rather : কোনো বিষয়কে অধিকতর প্রাধান্য দেয়া বা একটি বিষয়কে অন্যটির চেয়ে বেশি পছন্দ করা বুঝাতে would rather ..... than ব্যবহৃত হয়। উল্লেখ্য যে, than থাকলে এর পূর্বে ও পরে verb-এর Present form বসে।
-The boy from the village said, 'I would rather starve than beg.

Content added By

A verb is considered to be a stative verb if it is expressing a state or condition rather than an action

Examples of statives are:

want, know, have (when it means possession), think (when it means opinion), like, love, hate, need, prefer, agree, sound, hear disagree, wish, look (when it mean seem), smell, seem, include...

You cannot say:

  • I am knowing the truth.
  • I am liking pizza.
  • It is sounding like a great idea.

But you must say:

  • I know the truth.
  • I like pizza.
  • It sounds like a great idea.
Content added By

A dynamic or fientive verb is a verb that shows continued or progressive action on the part of the subject. This is the opposite of a stative verb..

Examples of dynamic verbs:
 

  • eat
  • walk
  • learn
  • grow
  • sleep
  • talk
  • write
  • run
  • read
  • become
  • go

These words can all be used in the progressive form.

Example sentences with dynamic verbs:
 

  • "I can't talk right now, I'm eating dinner."
    Present progressive used to describe an action happening now.

     
  • "Sorry, I'm out of breath because I've been running."
    Present perfect progressive used to describe an action that started in the past, continued for some time and has results now.

     
  • "I didn't steal the necklace! I was sleeping when someone broke into the shop!"
    Past progressive used to talk about an action that was happening at a particular time in the past.
Content added By
  • Several verbs act as modals sometimes and as full main verbs at other times. These are called semi-modal verbs.

How dare he!

He dared to ask me to do his washing!

She needn’t come if that’s how she feels.

Monica needs a new raincoat.

Content added || updated By

Cognate Verb

যেসব intransitive verb সমজাতীয় noun-কে object হিসেবে গ্রহণ করে Transitive Verb রূপে ব্যবহৃত হয় সেসব verb-কে cognate verb বলে। 

Karim ran a race.

He slept a sound sleep.

I dreamt a wonderful dream.

I slept a sound sleep and felt better. 

Content added By

Causative Verbs

 

নিজে না করে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়ার জন্য have, get, let, help ইত্যাদি Causative Verbs ব্যবহৃত হলে সেক্ষেত্রে সাধারণত দুটি Structure ব্যবহৃত হয় :

A) have/get+বস্তুবাচক  object+ v.p.p. 

b) have + বস্তুবাচক obj + V-এর present.

c) let/make/help+ any obj. + verb-এর present 

d) help + any obj + infinitive

e) get+ বাক্তিবাচক obj + infinitive

N.B. আমি চুল কাটাতে যাচ্ছি' এর ইংরেজি 'I am going to cut my hair লিখলে তুল হবে। কারণ তখন আপনি নাপিত হয়ে যাবেন। শুদ্ধ ইংরেজি হবে 'I am going to have my hair cut.

Example: 

I got my car repaired.

Our teacher makes us work very hard.

Where did you have your hair cut?

Content added By
I am letting this machine cool.
Let it be done
Don’t let that bother you.
His mother let him go to cinema.
Larry is good hearted, he lets people take advantage.

Factitive verb

Transitive verb এর object থাকা সত্ত্বেও যদি object পরবর্তী noun/noun phrase/adjective (complement) এর সাহায্য ছাড়া বাক্য পূর্ণ না হয়, তখন ঐ বাক্যে ব্যবহৃত verb কে factitive verb বলে।

List of factitive verbs:

Elect - নির্বাচিত করা; Select বাছাই করা; Make- বানানো; Appoint- নিয়োগ দেওয়া; Call - নাম ধরে ডাকা; Name- নাম রাখা; Crown- বিশেষ উপাধিতে ভূষিত করা; Label- আখ্যা দেওয়া; Nominate- মনোনিত করা; Think- ভাবা; Choose পছন্দ করা.

They elected me captain.

We called him a fool.

I think Shakespeare a great poet.

I consider him faithful.

Content added || updated By

Quasi-passive verb:

"Quasi" অর্থ "প্রায়/কিছুটা" সুতরাং Quasi passive বলতে বোঝায় "প্রায় passive"

-যে sentence গঠনগত দিক থেকে active voice, কিন্তু বাংলা অর্থ করলে passive বা "আন্যের দ্বারা/অন্যকিছুর মাধ্যমে" ঘটে, এমন বাক্যে ব্যবহৃত verb কে quasi-passive verb বলে।

For example:

a. Honey tastes sweet. (মধু খেতে মিষ্টি)

b. The book reads well. (বইটি পড়তে ভাল)

c. Rice sells cheap. (চাল সপ্তায় বিক্রি হয়)

Content added By

A verb that describes something that two people do to or with each other.

For example, the verb ‘meet’ in the sentence ‘We always meet in the  park’.

Content added || updated By

Reflexive verb

Transitive verb এর subject ও object যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তবে তাকে reflexive verb বলে।

For example:

She killed herself. (সে আত্মহত্যা করলো।)

They killed themselves. (তারা আত্মহত্যা করলো।)

She fans herself.(সে নিজের সাথে মজা করে।)
 

Content added || updated By

Impersonal verb

Pronoun "It" এর পর পরবর্তীতে singular রূপে যে verb ব্যবহার করা হয়, তাই impersonal verb.

For example:

It rains.= "rains" impersonal verb

It is possible.= "is" impersonal verb

It may rain today.

Note: এখানে "rain" কে impersonal verb বলা যাবে না, কেননা modal verb এর পর "rain" main verb হিসেবে বসেছে।
 

Content added || updated By

Get, become, grow, come, go, turn, fall, run ও wear--- এই  verb গুলো বাক্যে ব্যবহার হয়ে কোন অবস্থার আরম্ভ ,পরিনতি,বিকাশ ব্যাক্ত করে। এজন্য এদেরকে বলে Inchoative verb বা ক্রিয়ার আরম্ভ সুচক ক্রিয়া।

যেমন:

I am growing older and older.

She got tired.

His dream will come true.

Content added By
Please, contribute to add content into Marginal verb.
Content
Please, contribute to add content into Operator.
Content

Tense বা কাল অনুসারে verb-এর রূপ বদল হয়। Verb-এর এরূপ বদলকে বলা হয় conjugation. Verb - এর past tense এবং past participle এর রূপ সাধনের রীতি অনুসারে verb কে দুই ভাগে ভাগ করা যায় ।

(a) Irregular verb  (b) Regular verb

(a) Irregular verb: যে সব verb এর অন্তঃস্থিত vowel এর পরিবর্তনের মাধ্যমে বা শেষে n. en, ne যোগ করে past এবং past participle এর রূপ সাধন করা হয়, তাকে Irregular verb বলে।

যেমন—

break          broke          broken

give            gave            given 

do               did                 done

(b) Regular verb: যে সব verb এর শেষে d, ed, t যোগ করে past এবং past participle এর রূপ kill সাধন করা হয়, তাকে Regular verb বলে। 

যেমন—

 kill            killed     killed

like           liked       liked

cook       cooked    cooked

Content added || updated By

Tense বা কাল অনুসারে verb-এর রূপ বদল হয়। Verb-এর এরূপ বদলকে বলা হয় conjugation. Verb - এর past tense এবং past participle এর রূপ সাধনের রীতি অনুসারে verb কে দুই ভাগে ভাগ করা যায় ।

(a) Irregular verb  (b) Regular verb

(b) Regular verb: যে সব verb এর শেষে d, ed, t যোগ করে past এবং past participle এর রূপ kill সাধন করা হয়, তাকে Regular verb বলে। 

যেমন—

 kill            killed     killed

like           liked       liked

cook       cooked    cooked

Content added By

 

Weak Verb

Past Tense

Past Participle

add

added

added

admire

admired

admired

call

called

called

deal

dealt

dealt

dream

dreamed

dreamed

earn

earn

earn

enjoy

enjoyed

enjoyed

fade

faded

faded

hit

hit

hit

measure

measured

measured

shoot

shot

shot

sleep

slept

slept

taste

tasted

tasted

yell

yelled

yelled

Content added By

 

Strong Verb

Past Tense

Past Participle

bear

bore

born

begin

began

begun

bite

bit

bitten

bear

bore

born

blow

blew

blown

choose

chose

chosen

drink

drank

drunk

drive

drove

driven

fight

fought

fought

forget

forgot

forgotten

give

gave

given

grow

grew

grown

ring

rang

rung

shake

shook

shaken

sing

sang

sung

stick

stuck

stuck

swim

swam

swum

swing

swung

swung

ring

rang

rung

wear

wore

worn


 

Content added By

Ergative Verb


Ergative Verbs can be used as Transitive and Intransitive Verb. They are also called Labile Verb in English.

Examples:

Intransitive Verbs                               Transitive Verbs

The door opens.                             I opened the door.

The bell rang.                                  She rang the bell.

The light is fused.                           They fused the lights.

The whistle blew.                          Tom blew the whistle.

Content added By

Principal or Lexical Verb:

Verbs which are used independently without the help of other verbs, are called Principal or Main verb.

Example:- He is a singer.
- She does her job.
- They have many problems.

Content added By

Delexical Verbs lack importance when it comes to meaning since these Verbs hardly have meanings of their own when used individually. The meaning is taken out of the Verbs and put into the Noun. Take, have, make, give etc. are Delexical Verbs.

Examples:

He took a shower.
I had a cold drink.
She made some arrangements.

Content added By

Non-continuous Verb
The Verbs that are usually never used in their continuous forms are called Non-continuous Verbs.

Examples:

I like to swim.

I love to do the chords.

He does not hate you.

 

Content added By

Phrasal Verbs or Group Verbs

Phrasal Verb (Group Verb) হলো Verb এবং এক বা একাধিক Particles এর এমন একটি সমন্বয়, যাতে সাধারণভাবে একটি verb এবং এক বা একাধিক particles থাকে, যা একত্রে একটি আলাদা অর্থ তৈরি করে । অর্থাৎ এর মধ্যে ব্যবহৃত শব্দেগুলোকে পৃথক করে অর্থ করা হয় না। 

চলুন একটি example এর সাহায্যে সহজে এর জিলাপির প্যাঁচ ছাড়ানো যাক:

ধরুণ আপনি carry out (কিছু করা, কোন কাজ সম্পূর্ণ করা; perform, execute) phrasal verb দিয়ে একটি বাক্য লিখেছেন: 

  • The hospital is carrying out tests to find out what's wrong with her. (তার রোগ নির্নয় করতে হাসপাতাল পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে।)

ব্যাখ্যা: ভেবে দেখুন উপরের বাক্যে ‘carry out’ phrasal verb টির অর্থ যদি আমরা পৃথক পৃথক ভাবে করতাম তাহলে এমন হত carry অর্থ বহন করা এবং out অর্থ বাহিরে তাহলে অর্থ দাড়ায় বাহিরে বহন করা। আর বাক্যের অর্থ দাড়ায় ‘তার রোগ নির্নয় করতে হাসপাতাল পরীক্ষা নিরীক্ষা বাহিরে বহন করছে’। এবার ভেবে দেখুন কোন meaningful sentence হয় এভাবে। 

 

A

Act for পক্ষে কাজ করা।

Act on - কোনো কিছু অনুসারে কাজ করা 

Act up to – আশানুরূপ কাজ করা।

Act upon-কোনো কিছুর ওপর নির্ভর করে কাজ করা।

B

Bear off – জয় করে নেয়া।

Bear on - সম্পর্ক/সম্বন্ধযুক্ত হওয়া।

Bear out – সমর্থন করা।

Bear with সহ্য করা।

Blow away – উড়িয়ে নিয়ে যাওয়া।

Blow off – নির্গত করা।

Blow out – নিভিয়ে ফেলা।

Blow up – বিস্ফোরিত হওয়া, উড়িয়ে দেয়া। 

Break away ভেঙে বের হওয়া।

Break down ভেঙে পড়া।

Break in শিক্ষা পাওয়া, জোরপূর্বক প্রবেশ করা,কথার মাঝে কথা বলা। 

Break out -- প্রাদুর্ভাব ঘটা।

Break through – জোর করে ঢোকা ।

Break up – শেষ হওয়া।

Break into - ভেঙে প্রবেশ করা।

Bring about — ঘটানো।

Bring forth — উৎপন্ন করা।

Bring in- প্রচলন করা, দেয়া।

Bring up -- লালন পালন করা

 

C

Call at- কোনো স্থানে গিয়ে দেখা করা।

Call for চাওয়া।

Call in ডেকে আনা।

Call off – প্রত্যাহার করা

Call on -দেখা করা।

Callout -ডেকে পাঠানো ।

Callup – স্মরণ করা।

Carry away – বাহিত হওয়া, প্রভাবিত করা।।

Carry off – বাহিত হওয়া, জীবন নেয়া, বিজয়ী হওয়া। 

Carry on -চালিয়ে যাওয়া।

Carry out -পালন করা।

Cast aside ফেলা, বাদ দেয়া।

Cost off  -ছুড়ে ফেলা, বাদ দেয়া।

Come after- পিছনে তাড়া করা।

Come away -খুলে যাওয়া।

Get on-চলা

Come by -পাওয়া।

Come from - কোনো স্থান থেকে আসা ।

Come off- অনুষ্ঠিত হয়।

Come of -উদ্ভূত হওয়া/জন্মগ্রহণ করা।

Come on দ্রুত চলা।

Come out – প্রকাশিত হওয়া।

Come round – সুস্থ হওয়া।

Cut down- কাটা হ্রাস করা।

Cut off -বিচ্ছিন্ন করা, মারা যাওয়া।

Cut out -পরান্ত করা, সেবাদান বন্ধ করা।

Cut up- মর্মাহত হওয়া, টুকরা টুকরা করা।

 

G

Get out -বের হওয়া।

Get through – সেরে ওঠা। 

Get up -ওঠা, তৈরি করা।

Give away- সমর্পণ করা, দান করা

Give into মেনে নেয়া।

Give in- মেনে নেয়া।

Give off – দেয়া।

Give over to - হস্তান্তর করা।

Give up- ত্যাগ করা, ছেড়ে দেয়া।

Go about – ঘুরে বেড়ানো, বিস্তার লাভ করা।

Go after-- অনুসরণ করা।

Go along – মেনে নেয়া ।

Go away – চলে যাওয়া।

Go back on খেলাপ করা।

Go by – অতিক্রান্ত হওয়া, পরিচিত হওয়া।

Go down - অস্ত যাওয়া, হ্রাস পাওয়া।

Go for -আনতে যাওয়া।

Go in for — পরীক্ষা দেয়া।

Go off – বিস্ফোরিত হওয়া।

Go round / around - চক্রাকারে ঘোরা। 

Go through – পাঠ করা, পড়া।

Get along- চালানো।

Getaway - পালানো।

Get by — চালানো, জীবন নির্বাহ করা।

Get down. - মনোযোগ দেয়া, নামা।

Get into - ঢোকা, মিশে যাওয়া।

 

D

Doup - অত্যন্ত ক্লান্ত, আটকে থাকা।

 Do without — কোনোকিছু ছাড়া চলা

Duwell on/upon- চিন্তা করা।

 

F

Fall back- পিছু হটা ।

Fall down -পড়ে যাওয়া।

Goon - চালিয়ে যাওয়া।

Fall from - ক্ষমতাচ্যুত হওয়া।

Fall in with – সম্মত হওয়া।

Fall into ঝামেলায় পড়া।

Fall in - সারিবন্ধ হওয়া।

Fall off – এসে ঝরে পড়া।

Fall on -হওয়া, আক্রমণ করা।

Fall through – নিষ্ফল হওয়া।

 

H

Hand over – সমর্পণ করা।

Hang about / around — সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা, অপেক্ষা করা।

Hang back - পশ্চাদপদ হওয়া।

Hang on- কারো ওপর নির্ভর করা, অপেক্ষা করা।

 

L

Let down- হতাশ করা।

Look about- - খোজ করা।

Look after- দেখাশুনা করা।

Look at — তাকানো।

Look down - ঘৃণা করা।

Look for — খোজা।

Look into — তদন্ত করা।

Look on- মনে করা।

Look out বাইরে তাকানো, সজাগ থাকা।

Look through – যত্নের সাথে পরীক্ষা করা

 Look to — মনোযোগী হওয়া।

Look up to - সম্মান করা।

Look up — খুঁজে বের করা।

Look over - পরীক্ষা করা।

 

R

Run away -- পালিয়ে যাওয়া, ঘর ছাড়া, চুরি করা।

Run down – ছুটে ধরা।

Run into — জড়িত হওয়া, পতিত হওয়া।

Run out- ফুরিয়ে যাওয়া। 

Run over – পিষ্ট হওয়া।

Run through – ভেদ করা। 

Run upon — ধাক্কা খাওয়া ।

 

S

See off - বিদায় জানানো।

Set about – শুরু করা।

Set down - লেখা, নামানো

Set in শুরু হওয়া।

Set off যাত্রা শুরু করা।

Set out – যাত্রা শুরু করা, ছড়িয়ে দেয়া।

Stand aside- সরে দাঁড়ানো।

Setup স্থাপন করা।

Stand against — বাঁধা দেয়া।

Stand by - পাশে দাঁড়ানো।

Stand for বোঝানো।

Stand off – দূরে থাকা ।

Stand up for- পক্ষ সমর্থন করা।

 

M

Make off – পালিয়ে যাওয়া।

Make of – নির্মাণ করা, বোঝা।

Make out বোঝা।

Make over -অর্পণ করা।

Make up of — গঠিত হওয়া।

Make up-ক্ষতিপূরণ দেয়া, মনস্থির করা, মিটিয়ে।ফেলা, পূর্ণ করা ।

T

Take after- দেখতে একরকম হওয়া। 

Take away – সরিয়ে নেয়া।

Take down - লেখা।

Take for — মনে করা। 

Take off – খুলে ফেলা, অনুকরণ করা, তুলে নেয়া।

Take over -গ্রহণ করা। 

Take to -অভ্যাস করা। 

Tell upon - হানি করা, ক্ষতি করা।

Turn after — সদৃশ্য হওয়া।

Turn down- নাকচ করা।

 

P

Put away- সরিয়ে রাখা।

Put down ভেঙে ফেলা, লেখা, দমন করা

Put forward – উত্থাপন করা। 

Put off – খোলা, স্থগিত করা।

Put on পরিধান করা।

Put out – নিভানো।

Put together – একত্রিত করা। 

Put to - দণ্ড দেয়া।

Put up to — খারাপ কাজে প্ররোচিত করা।

Put up with সহ্য করা। 

Put up - বাস করা, তোলা, লটকানো । 

 

Content added By
Content updated By

আরও দেখুন...

Promotion