প্রবাদ-প্রবচন

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা - বাংলা ২য় পত্র | | NCTB BOOK

প্রবাদ-প্রবচন

পৃথিবীর সকল ভাষাতেই প্রবাদ বা প্রবচনের প্রচলন আছে। বাংলা ভাষাতেও প্রবচনের প্রয়োগ দেখা যায়। প্রবাদগুলিকে এক অর্থে নীতিকথা বা উপদেশও বলা যেতে পারে।

নিম্নে কিছুসংখ্যক প্রবাদ আলোচিত হলোঃ

* উলুবনে মুক্তা ছড়ানোঃ অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান। (৪২তম বিসিএস)

* সাপও মরে, লাঠিও না ভাঙেঃ উভয়কুল রক্ষা। (১০ম বিসিএস)

* অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্টঃ বেশি লোক হলে কাজে বিশৃঙ্খলা দেখা দেয়। (১০ম বিসিএস)

* শুণহীনের ব্যর্থ আস্ফালনঃ অসারের তর্জন-গর্জন সার। (১৬তম শিক্ষক নিবন্ধন ২০১৯) 

* মাছি মারা কেরানিঃ  বিচারবোধহীন নকলনবিশ। (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রেগ্রামার)

* গাছে কাঁঠাল গোঁফে তেলঃ পাওয়ার আগে ভোগের আয়োজন। (উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ২০১৬) 

 * পর্বতের মূষিক প্রসবঃ বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। (সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার ২০১০)

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ভয় পাওয়া
চোখে অন্ধকার দেখা
শেষ মুহূর্ত পর্যন্ত আশায় থাকা
অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা।
অস্বীকৃত
ঘৃণিত ব্যক্তি
উপেক্ষিত ব্যক্তি
অগণ্য ব্যক্তি
সত্যবাদিতা
সত্যবাদী
সত্যবাদিতার ভান করা
সত্যে একনিষ্ঠতা
গুরুতর বিষয় খুঁজে পাওয়া
বহু প্রত্যাশিত অর্জন
বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন।
বিরাট আয়োজন
বেড়ালের গলায় ঘণ্টা বাঁধা সহজ নয়
বিনা মেঘে বজ্রপাত
সোজা আঙ্গুলে ঘি ওঠে না
অতি দর্পে হত লঙ্কা
Promotion