অন্যান্য জাদুঘর

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK
  • বিজ্ঞান জাদুঘর অবস্থিত- ঢাকার আগারগাঁওয়ে।
  • বাংলাদেশের একমাত্র ডাক জাদুঘরটি অবস্থিত - ঢাকায়
  • বঙ্গবন্ধু জাদুঘর অবস্থিত- ঢাকার ধানমন্ডি ৩২-এ।
  • নগর জাদুঘর অবস্থিত - ঢাকার নগর ভবনের অভ্যন্তরে।
  • ভ্রাম্যমান জাদুঘর - মুক্তিযুদ্ধ জাদুঘর অধীনে ।
  • বাংলাদেশের লোক শিল্প জাদুঘর- সোনারগাঁয়ে।
  • সোনারগাঁও জাদুঘর প্রতিষ্ঠিত হয়- ১৯৮১ সালে।
  • ঢাকা সেনানীবাসে অবস্থিত- সামরিক জাদুঘর ও হাউজ, চট্টগ্রাম।
  • জিয়া স্মৃতি যাদুঘর অবস্থিত- সার্কিট হাউজ, চট্টগ্রাম।
  • বর্ডার গার্ডস বাংলাদেশ জাদুঘর- পিলখানা, ঢাকা।
  • লালন শাহ জাদুঘর অবস্থিত- কুষ্টিয়ার সেঁউতিতে।
  • দেশের প্রথম শহীদ স্মৃতি সংগ্রহশালা অবস্থিত- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
  • ভূগর্ভস্থ জাদুঘর অবস্থিত- সোহরাওয়ার্দী উদ্যানে।
  • জাতিতাত্ত্বিক জাদুঘরে কতটি জাতির সম্পর্কে নিদর্শন রয়েছে- ২৭টি জাতি।
  • বঙ্গবন্ধু শেখ মুজিব জাদুঘর অবস্থিত - ঢাকা সেনানিবাসে।
  • দেশের একমাত্র প্রাণী যাদুঘর কোথায় অবস্থিত- ঢাকার মিরপুর চিড়িয়াখানায়।
  • ওসমানী জাদুঘরের অপর নাম - নূরমঞ্জিল যাদুঘর।
  • 'শেরে বাংলা জাদুঘর' অবস্থিত- বরিশালের চাখারে ।
  • 'গান্ধী স্মৃতি জাদুঘর' চালু হয়- নোয়াখালী জেলার বেগমগঞ্জ ।
  • 'জয়নুল আর্ট গ্যালারী অবস্থিত- ময়মনসিংহে ।
  • লোক ঐতিহ্য সংগ্রহশালা জাদুঘর - বাংলা একাডেমি।
  • 'লোক সাহিত্য সংগ্রহশালা' প্রতিষ্ঠিত হয়- ১৯৭৮ সালে।
  • ময়নামতি যাদুঘর অবস্থিত- কুমিল্লায়।
  • বাংলাদেশ পুলিশ জাদুঘর অবস্থিত- পুলিশ হেড কোয়ার্টার, ঢাকায় ।
  • বাংলাদেশের জাতিতাত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক জাদুঘর অবস্থিত- চট্টগ্রামের আগ্রাবাদে।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

বাংলাদেশ ব্যাংকের অধীন শাখা, মতিঝিল
বাংলাদেশে ব্যাংকের ট্রেনিং একাডেমি, মিরপুর
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, মিরপুর
বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ
Promotion