আমাজন নদী দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী, যা জলপ্রবাহের পরিমাণে বিশ্বের বৃহত্তম এবং দৈর্ঘ্যে দ্বিতীয় দীর্ঘতম। পেরুর আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে এটি ব্রাজিলসহ আরও কয়েকটি দেশ পেরিয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে, এবং এর অববাহিকা পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল। এই নদীতে প্রচুর পরিমাণে মিঠা জল পাওয়া যায় এবং এর বিশালতার কারণে কোনো সেতু নেই।
● পৃথিবীর বৃহত্তম এবং প্রশস্ততম নদী।
● পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী।
● দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য ৬৪৩৭ কি.মি ।
● নদীটি ৭টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। যথা- ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা ও গায়ানা ।
● এ নদীর অববাহিকায় রয়েছে সেলভা বনভূমি।
● এই নদীর ২০টি উপনদী আছে।
● এই নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় (৪.২ মিলিয়ন ঘনফুট/সেকেন্ড)।
● এই নদীর উৎপত্তি গায়ানা মালভূমি এবং পতনস্থল আটলান্টিক মহাসাগর ।
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more