কারক ও বিভক্তি

- বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ) | - | NCTB BOOK
710
710
Please, contribute by adding content to কারক ও বিভক্তি.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

করণে সপ্তমী
কর্তৃকারকে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী

কারক

211
211
Please, contribute by adding content to কারক.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

কারক কারক
অপাদান কারক
অধিকরণ কারক
কর্ম কারক
অপাদানে শূন্য
অপাদানে সপ্তমী
করণে সপ্তমী
অধিকরণে সপ্তমী
চার প্রকার
পাঁচ প্রকার
ছয় প্রকার
সাত প্রকার

কর্তৃকারক

405
405

ব্যাকরণে, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলা হয়।ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা কর্তৃকারককে নির্দেশ করে। একে "কর্তাকারক"ও বলা হয়

উদাহরণ: খোকা বই পড়ে। (কে বই পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে ফুল তোলে? মেয়েরা - কর্তৃকারক)।

প্রকারভেদ

কর্তৃকারকের বহুবিধ প্রকারভেদ বিদ্যমান।

  • কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী চার প্রকারের হয়ে থাকে:
  1. মুখ্য কর্তা: যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে, সে মুখ্য কর্তা। যেমন- ছেলেরা ফুটবল খেলছে। মুষলধারে বৃষ্টি পড়ছে।
  2. প্রযোজক কর্তা: মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায়, তখন তাকে প্রযোজক কর্তা বলে। যেমন- শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন।
  3. প্রযোজ্য কর্তা: মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলা হয়। যেমন- শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন।
  4. ব্যতিহার কর্তা: কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে একজাতীয় কাজ সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন- বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। রাজায়-রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত।
  • বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন রকমের হতে পারে:
  1. কর্মবাচ্যের কর্তা: কর্মপদের প্রাধান্যসূচক বাক্যে বসে। যেমন- পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে।
  2. ভাববাচ্যের কর্তা: ক্রিয়ার প্রাধান্যসূচক বাক্যে বসে। যেমন- আমার যাওয়া হবে না।
  3. কর্ম-কর্তৃবাচ্যের কর্তা: বাক্যে কর্মপদই যখন কর্তৃস্থানীয় হয়। যেমন- বাঁশি বাজে। কলমটা লেখে ভালো।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

কোদালে মাটি কাটব
জাহাজ চট্টগ্রাম ছাড়ল
সাপের হাসি বেদেয় চেনে
আমারে তুমি রক্ষা করো
ছাগলে কি না খায়
টাকায় টাকা আনে
আরিফ বই পড়ে
ডাক্তার ডাক

মুখ্য কর্তা

80
80
Please, contribute by adding content to মুখ্য কর্তা.
Content

প্রযোজক কর্তা

89
89
Please, contribute by adding content to প্রযোজক কর্তা.
Content

প্রযোজ্য কর্তা

96
96
Please, contribute by adding content to প্রযোজ্য কর্তা.
Content

ব্যতিহার কর্তা

132
132
Please, contribute by adding content to ব্যতিহার কর্তা.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

কর্মবাচ্যের কর্তা

73
73
Please, contribute by adding content to কর্মবাচ্যের কর্তা.
Content

ভাববাচ্যের কর্তা

85
85
Please, contribute by adding content to ভাববাচ্যের কর্তা.
Content

কর্ম-কর্তৃবাচ্যের কর্তা

78
78
Please, contribute by adding content to কর্ম-কর্তৃবাচ্যের কর্তা.
Content

কর্ম কারক

208
208
Please, contribute by adding content to কর্ম কারক.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

তোমাকে সেদিন দেখেছিলাম

তোমাকে আজই যেতে হবে

বাবাকে বড় ভয় করে

তোমাকে অনেক কথা শুনতে হবে

কর্মকারকে শূণন্য
করণকারকে শূন্য
সম্প্রদানকারকে শূন্য
অধিকরণকারকে শূন্য

সকর্মক ক্রিয়ার কর্ম

98
98
Please, contribute by adding content to সকর্মক ক্রিয়ার কর্ম.
Content

প্রযোজক ক্রিয়ার কর্ম

80
80
Please, contribute by adding content to প্রযোজক ক্রিয়ার কর্ম.
Content

সমধাতুজ কর্ম

109
109
Please, contribute by adding content to সমধাতুজ কর্ম.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

সে বই পড়ছে
সে গভীর চিন্তায় মগ্ন
সে ঘুমিয়ে আছে
সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না

উদ্দেশ্য ও বিধেয়

85
85
Please, contribute by adding content to উদ্দেশ্য ও বিধেয়.
Content

করণ কারক

158
158
Please, contribute by adding content to করণ কারক.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

ছাত্ররা বল খেলে
ডাক্তার ডাক
হামিদ বই পড়ে
বৃষ্টি পড়ে
সালমান বাড়ি যায়
ঘোড়াকে চাবুক মার
এ দেহে প্রান নেই
এ কলমে ভালো লেখা হয়

ঘোড়াকে "চাবুক" মার

"ডাক্তার" ডাক

গাড়ি 'স্টেশন" ছেড়েছে

"মুষলধারে" বৃষ্টি পড়ছে

সম্প্রদান কারক

120
120
Please, contribute by adding content to সম্প্রদান কারক.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
ভিক্ষুককে ভিক্ষা দাও
কোনোটিই নয়
ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক ।
ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক ।
ভিক্ষুককে ভিক্ষা দাও
কোনোটিই নয়
ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক ।
ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক।
ভিক্ষুককে ভিক্ষা দাও।
কোনোটিই নয়।
ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
ভিক্ষুককে ভিক্ষা দেয়
ভিক্ষুককে ভিক্ষা দাও
ভিক্ষুক ভিক্ষা পায়

অপাদান কারক

126
126

অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনাম এর উপর প্রযুক্ত হয়। অপাদান কারক দিয়ে সাধারণত কোনো কিছু থেকে সরে যাওয়া অর্থ বোঝানো হয়। বাংলা ভাষাতে বিশেষ্যের পরে হতে, থেকে,চেয়ে (পঞ্চমী বিভক্তি), দিয়া, দিয়ে (তৃতীয়া বিভক্তি) ইত্যাদি অনুসর্গ ব্যবহার করে সাধারণত অপাদান কারক বোঝানো হয়।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

কর্ম কারক
করণ কারক
অপাদান কারক
অধিকরণ কারক
বনে বাঘ আছে
ট্রেন স্টেশন ছেড়েছে
গৃহহীনে গৃহ দাও
জিজ্ঞাসিব জনে জনে
গৃহহীনে গৃহ দাও
জিজ্ঞাসিব জনে জনে
ট্রেন স্টেশন ছেড়েছে
বনে বাঘ আছে

অধিকরণ কারক

147
147
Please, contribute by adding content to অধিকরণ কারক.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

সারারাত বৃষ্টি ছিল।
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু।
বাড়ি খেকে নদী দেখা যায়।
ভোরে সূর্য উঠে।
আমার আহারে রুচি নাই
আগামীকাল বাড়ি যাব
আকাশ মেঘে আচ্ছন্ন
কাজে অবসর নিলাম
লোকে কিনা বলে
তুমি যে আমার কবিতা
গগণে গরজে মেঘ ঘন বরষা
জলে বাষ্প হয়
জমি থেকে বাড়ি দেখা যায়
তিনি বইটি কিনে এনেছেন
লোকটি হঠাৎ লাফ দিল
ছেলেটি পরীক্ষার ফল ভালো করেছে

কালাধিকরণ

90
90
Please, contribute by adding content to কালাধিকরণ.
Content

ভাবাধিকরণ

76
76
Please, contribute by adding content to ভাবাধিকরণ.
Content

আধারাধিকরণ

81
81
Please, contribute by adding content to আধারাধিকরণ.
Content

ঐকদেশিক আধারাধিকরণ

75
75
Please, contribute by adding content to ঐকদেশিক আধারাধিকরণ.
Content

অভিব্যাপক আধারাধিকরণ

74
74
Please, contribute by adding content to অভিব্যাপক আধারাধিকরণ.
Content

বৈষয়িক আধারাধিকরণ

79
79
Please, contribute by adding content to বৈষয়িক আধারাধিকরণ.
Content

সম্বন্ধ পদ

74
74
Please, contribute by adding content to সম্বন্ধ পদ.
Content

হেতু সম্বন্ধ

82
82
Please, contribute by adding content to হেতু সম্বন্ধ.
Content

ব্যাপ্তি সম্বন্ধ

95
95
Please, contribute by adding content to ব্যাপ্তি সম্বন্ধ.
Content

ক্রম সম্বন্ধ

77