জি-৭ (G-7)

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
8.7k
Summary

জি-৭ (Group of 7) একটি অর্থনৈতিক সংঘ যা জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত। এই দেশগুলি বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল দ্বারা স্বীকৃত। ২০১৪ সালে ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেওয়া হয়, ফলে এটি আবার পূর্বের জি-৭ পরিচয়ে ফিরে আসে।

জি-৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে। সদস্য দেশ: যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কানাডা এবং যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করলে রাশিয়াকে বাদ দেওয়া হয়। ৪৮তম জি-৭ সম্মেলন ২০২২ সালে জার্মানিতে অনুষ্ঠিত হয়। জি-৭ এর লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো।

জি-৭+৫ গ্রুপটি জি-৭ এর সদস্য দেশসমূহের সঙ্গে ব্রাজিল, চীন, ভারত, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত।

G-7 (Group of 7) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি অর্থনৈতিক সংঘ। এই দেশসমূহ ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার | সংশ্লিষ্টতার কারণে ২০১৪ এর ২৪ মে রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেওয়া হলে জোট আবারও স্নায়ুযুদ্ধের সময়ের জি-৭ জোট নামে আগের পরিচিতি ফিরে পায়।

 

জেনে নিই 

  •  G-7 প্রতিষ্ঠিত হয়- ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।
  •  দেশসমূহ: যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান (একমাত্র এশীয় দেশ), কানাডা ও যুক্তরাষ্ট্র। 
  • ২০১৪ সালে G-8 থেকে রাশিয়া ক্রিমিয়া দখল করলে রাশিয়াকে জি-৮ থেকে বের করে দেওয়া হয়।
  •  ৪৮তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয় : জার্মানিতে, ২০২২ সালে।
  •  G-7 এর লক্ষ্য ও উদ্দেশ্য- সদস্য দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক পারস্পরিক সহযোগিতা।
  •  [G-7+5] হলো জি-৭ এর সদস্য + ব্রাজিল, চীন, ভারত, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত গ্রুপ।

 

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...