কোনো বিখ্যাত ব্যক্তির জীবনীকে কেন্দ্র করে স্তুতিমূলক যে সাহিত্য রচিত হয়, তাই জীবনী সাহিত্য। মধ্যযুগে চৈতন্যদেবের জীবনী অবলম্বনে রচিত কাব্যগুলো বাংলা ভাষায় জীবনী সাহিত্য রচনার প্রথম প্রয়াস। পরবর্তীতে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনী নিয়ে অনেক সাহিত্য রচিত হয়েছে, যা সীরাত গ্রন্থ হিসেবে পরিচিত।
- কোনো মহান পুরুষের জীবনী নিয়ে আলোচিত সাহিত্যই জীবনচরিত। এর অপর নাম 'সীরাত গ্রন্থ'।
হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে রচিত জীবনচরিত
রচয়িতা | গ্রন্থ |
| গিরিশচন্দ্র সেন | 'মহাপুরুষচরিত' (১৮৮৩): হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে রচিত প্রথম জীবনচরিত |
| মওলানা আকরম খাঁ | 'মোস্তফা চরিত' (১৯২৩): হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে রচিত শ্রেষ্ঠ জীবনচরিত |
| শেখ আবদুর রহিম | 'হজরত মুহাম্মদের জীবনচরিত ও ধর্মনীতি' |
| এয়াকুব আলী চৌধুরী | 'মানব মুকুট' |
| গোলাম মোস্তফা | 'বিশ্বনবী' |
| আবদুর রহমান | 'শেষ নবী' |
| কাজী নজরুল ইসলাম | 'মরুভাস্কর' |
| মোজাম্মেল হক | 'হজরত মুহাম্মদ' |
| শেখ ফজলল করিম | ‘পরিত্রাণ’ |
| মোহাম্মদ ওয়াজেদ আলী | 'মরুভাস্কর', 'মানুষ মুহম্মদ (স.)' |
| হবীবুল্লাহ্ বাহার | 'মরু-ভাস্কর' |
Content added By
Read more