নরওয়ে

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
1.7k

নরওয়ে উত্তর ইউরোপের একটি উন্নত নর্ডীয় রাষ্ট্র, যার সরকারি নাম নরওয়ে রাজ্য এবং রাজধানী অসলো। দেশটি স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম ও উত্তর অংশে অবস্থিত এবং এর সঙ্গে স্‌ভালবার্দ ও ইয়ান মায়েন দ্বীপপুঞ্জ যুক্ত রয়েছে। প্রায় ৩,৮৫,২০৭ বর্গকিলোমিটার আয়তনের এই দেশে জনসংখ্যা তুলনামূলক কম, ফলে এটি ইউরোপের অন্যতম কম জনঘনত্ববিশিষ্ট রাষ্ট্র। নরওয়ের জলবায়ু সমুদ্রপ্রভাবিত হওয়ায় একই অক্ষাংশের অন্যান্য দেশের তুলনায় তুলনামূলকভাবে মৃদু। রাষ্ট্রব্যবস্থায় এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে রাজা রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী সরকারপ্রধান। নরওয়ে তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ ও সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ এবং এসব সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দেশটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত হয়েছে। মানব উন্নয়ন সূচক, জীবনমান, সুখ ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে নরওয়ে দীর্ঘদিন ধরে বিশ্বে শীর্ষস্থান দখল করে আছে। যদিও দেশটির জনগোষ্ঠীর অধিকাংশ নরওয়েজীয়, তবুও সাম্প্রতিক সময়ে অভিবাসীদের আগমনে সমাজটি বহুজাতিক ও বহুসাংস্কৃতিক রূপ লাভ করেছে।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

হেলসিংকি
কোপেনহেগেন
ব্রাসেলস
অসলো
প্যারিস
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...