নাথান কমিশন

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK

ভাইসরয় লর্ড হার্ডিকে নাথান কমিশন করতে অনুরোধ করেন- নবাব খাজা সলিমুল্লাহ, শেরে বাংলা এ.কে ফজলুল হক, নওয়াব আলী চৌধুরী ও খান বাহাদুর চৌধুরী ও কাজিমুদ্দীন আহমেদ।

জেনে নিই

  • উদ্দেশ্য: ঢাকায় মুসলমানদের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
  • নাথান কমিশন প্রতিষ্ঠা: ২৭ মে, ১৯১২ সালে।
  • নাথান কমিশনের সদস্য ১৩ জন।
  • কমিশনের প্রধান ব্রিটিশ ব্যারিস্টার মিস্টার রবার্ট নাথান ।
  • কমিশন রিপোর্ট (ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাক্ট) জমা দেয় ১৯১৩ সালে।
  • কমিশনের সচিব ছিলেন ডি এস ফ্রেজার।
  • কমিশনের রিপোর্ট দিল্লির বিধানসভায় পাশ হয় ১৯২০ সালে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ১ জুলাই, ১৯২১ সালে লর্ড রিভিং এর সময়ে।
Content added By
Promotion