ভর ও ওজন

- সাধারণ বিজ্ঞান - ভৌতবিজ্ঞান | NCTB BOOK
3.1k
Summary

ওজন ও ভর

ভর হল কোন বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণ এবং এর একক কিলোগ্রাম (kg)। ভর স্থানের ওপর নির্ভর করে না, তাই পৃথিবী এবং চাঁদের পৃষ্ঠে একটি বস্তুর ভর একই থাকে।

ওজন হল বস্তুর প্রতি পৃথিবীর আকর্ষণ শক্তি, যার একক নিউটন। ওজন (W) = ভর (m) × অভিকর্ষজ ত্বরণ (g)। অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন স্থানে ভিন্ন হওয়ায় বস্তুর ওজন স্থানভেদে পরিবর্তিত হয়।

যেমন, চাঁদে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর তুলনায় ৬ ভাগের ১ ভাগ, তাই চাঁদের পৃষ্ঠে বস্তুর ওজন পৃথিবীর ওজনের ৬ ভাগের ১ ভাগ হবে।

অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন:

  • মেরু অঞ্চল - সর্বোচ্চ
  • নিরক্ষীয় অঞ্চল - সর্বনিম্ন
  • চাঁদের পৃষ্ঠ - পৃথিবীর ৬ ভাগের ১ ভাগ
  • ভূপৃষ্ঠ থেকে উপরে - হ্রাস পায়
  • ভূপৃষ্ঠের অভ্যন্তরে - হ্রাস পায়
  • পৃথিবীর কেন্দ্র - শূন্য

ওজন ও ভর (Weight and mass)

কোন বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণ কে ঐ বস্তুর ভর বলে। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম (kg)। পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ভর ৪৯ কেজি হলে চন্দ্রপৃষ্ঠে ঐ বস্তুর ভর হবে ৪৯ কেজি। পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ভর ৫০ কেজি হলে ভূ-কেন্দ্র ওই বস্তুর ভর হবে ৫০ কেজি। কোন বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা তাকে দিকে আকর্ষণ করে তাকে ঐ বস্তুর ওজন বলে। ওজন এক ধরনের বল।তাই ওজনের একক নিউটন। বস্তুর ওজন (W) = বস্তুর ভর (m) ⤫ ঐ স্থানে অভিকর্ষজ ত্বরণ (g) অবস্থানের পরিবর্তনের সাথে সাথে বস্তুর ভরের কোন পরিবর্তন হয় না। এজন্য বস্তুর ওজন অভিকর্ষ ত্বরন উপর নির্ভরশীল। বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন হওয়ায় স্থানভেদে বস্তুর ওজন পরিবর্তিত হয় এজন্য কোন বস্তুকে পৃথিবী থেকে চাঁদ বা অন্য কোন স্থানে নিলে বস্তুর ভর একই থাকে কিন্তু ওজন পরিবর্তিত হয়। এজন্য কোন বস্তুকে পৃথিবী থেকে চাঁদ বা অন্য কোন স্থানে নিলে বস্তুর ভর একই থাকে কিন্তু ওজন পরিবর্তিত হয়। যেমন; চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মানের ৬ ভাগের ১ ভাগ। এজন্য চাঁদের কোন বস্তুর ওজন পৃথিবীর ওই বস্তুর ওজনের ৬ ভাগের ১ ভাগ হবে।

 

বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে সাথে অভিকর্ষজ ত্বরণের মান (মধ্যাকর্ষণ বল) ও ওজনের পরিবর্তন

বস্তুর অবস্থান

অভিকর্ষ ত্বরণের মান (মহাকর্ষণ) বল ও বস্তুর ওজন

মেরু অঞ্চল -  সর্বোচ্চ

নিরক্ষীয় অঞ্চল - সর্বনিম্ন

চন্দ্রপৃষ্ঠ     পৃথিবীর ৬ ভাগের ১ ভাগ

ভূপৃষ্ঠ থেকে উপরে -  হ্রাস পায়

ভূপৃষ্ঠের অভ্যন্তরে -  হ্রাস পায়

পৃথিবীর কেন্দ্র - শূন্য

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

নয় ভাগের এক ভাগ

ছয় ভাগের এক ভাগ

দশ ভাগের এক ভাগ

চার ভাগের এক ভাগ

দশ ভাগের একভাগ
ছয় ভাগের একভাগ
তিন ভাগের একভাগ
চার ভাগের একভাগ
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...