এক বা একাধিক Word শৃঙ্খলভাবে ব্যবহৃত হয়ে যদি একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখন তাকে বাংলায় বাক্য এবং ইংরেজিতে Sentence বলে।
যেমন-
(i) The dog is a faithful animal.
(ii) He goes.
(iii) Run.
এখানে প্রথম বাক্যে একাধিক অর্থাৎ ৬টি word ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বাক্যে ২টি word ব্যবহৃত হয়েছে এবং তৃতীয় বাক্যে ১টি word ব্যবহৃত হয়েছে। তৃতীয় বাক্য দ্বারা বুঝা যায় ১টি word দ্বারাও বাক্য সম্ভব। শুধুমাত্র Run শব্দটি (word) দ্বারা কাউকে দৌড়াতে বলা হয়েছে। এভাবে ১টি word দ্বারাও থাকা সম্ভব। যেমন Good, Yes, No, Listen, What, Walk ইত্যাদি।
অর্থভেদে Sentence পাঁচ প্রকার। অর্থাৎ প্রকাশভঙ্গির ধরন বা কারো মনোভাব প্রকাশের ওপর ভিত্তি করে Sentence-কে পাচ ভাগে ভাগ করা হয়।
যথা—
(i) Assertive Sentence (বিবৃতিমূলক )
(ii) Interrogative Sentence (প্রশ্নবোধক )
(iii) Imperative Sentence (অনুজ্ঞাসুচক)
(iv) Optative Sentence (ইচ্ছা বা আশীর্বাদসূচক বাক্য)
(v) Exclamatory Sentence (বিস্ময়সূচক)
গঠনভেদে : গঠনভেদে Sentence-কে আবার তিন ভাগে ভাগ করা হয়।
যথা :
A. Simple Sentence
B. Complex Sentence
C. Compound Sentence
The patriots will always be remembered by people
The patriots are always being remembered
People are always remembered by The patriots
Patriots are always remembered by people.
যে Sentence বা বাক্য দ্বারা সাধারণভাবে কোনো বিবৃতি প্রদান করা হয়, তাকে Assertive Sentence বলে।
যেমন— I know him very well.
The wind is unfavourable.
Assertive Sentence আবার ২ প্রকার। যথা :
(1) Affirmative Sentence (হ্যাঁ বোধক বাক্য)
The Python moves slowly.
(ii) Negative Sentence (না বোধক বাক্য)
The Python does not move quickly.
যে sentence বা বাক্য দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় অর্থাৎ প্রশ্ন করা হয়, তাকে Interrogative Sentence বলে।
যেমন—
(i) Do you like tea?
(ii) Where are you going now?
(iii) Does he read a book?
যে sentence বা বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায়, তাকে Imperative Sentence বলে।
যেমন—
(1) Take care of your health.
(ii) Let us go out for a walk.
[Note: Imperative Sentence-এ সচরাচর verb দ্বারা বাক্য শুরু হয় ।
যে বাক্য দ্বারা মনের ইচ্ছে বা কামনা, প্রার্থনা এসব বুঝায়, তাকে বলে Optative Sentence।
যেমন—
(1) May you live long.
(2) May Allah help you.
(3)May Allah help you.
(4)May you recover soon.
যে sentence বা বাক্য দ্বারা মনের আনন্দ, সুখ, দুঃখ, বিস্ময় প্রভৃতি প্রকাশিত হয়, তাকে Exclamatory Sentence বলে।
যেমন—
(1) Hurrah! We have won the match.
(ii) Alas! I am undone.
(iii) How beautiful a bird is!
(iv) What a sad piece of news it is!
[Note: অবশ্যই স্মরণ রাখতে হবে যে Interrogative Sentence-এর শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসবে এবং Exclamatory Sentence-এর পর (What/How দ্বারা শুরু বাক্যে) বিস্ময়সূচক চিহ্ন (!) বসবে এবং Hurrah, Alas, Oh ইত্যাদি দ্বারা শুরু বাক্যে উক্ত শব্দগুলোর পরেই বিস্ময় চিহ্ন (!) ও বাক্যের শেষে ফুল স্টপ (.) বসবে।
What a delicious meal!
একটি মাত্র Subject এবং একটি মাত্র finite verb নিয়ে গঠিত Sentence-কে Simple Sentence বলে।
Everyday we play football.
Killing the bird, the old man brought bad luck to the crew.
The sun having set, we went home.
একটি Principal clause এবং এক বা একাধিক sub-ordinate clause নিয়ে গঠিত Sentence-কে Complex Sentence বলে।
Example:
He said that he was innocent.
This is the act that a wise man does.
If you read, you will learn.
[Note: If, although, though, before, after, as, because, since, that, so that, unless, whether, when, where প্রভৃতি দ্বারা complex sentence যুক্ত হয়।
একাধিক Independent principal clause, co- ordinating conjunction (and, but, or, nor, also, however, moreover, thus, so, therefore, else, as well as, yet, whereas, not only but also, otherwise) দ্বারা যুক্ত হলে, তাকে Compound Sentence বলে।
Example:
You are a student, so you have to study well.
Do or die.
The thief saw the police and ran away.