একজন হানাফি মুসলিম ২০২৩ সালে নিম্নবর্ণিত আত্মীয়গণকে রেখে মারা যান। কারণ উল্লেখপূর্বক আত্মীয়গণের মধ্যে তার রেখে যাওয়া সম্পত্তি বণ্টন করুন।
ক) স্বামী, মাতা, ২ পূর্ণ ভগ্নি, ৩ বৈপিত্রেয় ভগ্নি ও ৫ বৈপিত্রেয় ভ্রাতাঃ
খ) পিতার মাতা, মাতার মাতা, পূর্ণ ভগ্নি, বৈমাত্রেয় ভগ্নিঃ
গ) কন্যা, পিতা, ২ পূর্ণ ভগ্নি ও ৩ পূর্ণ ভ্রাতা;
ঘ) স্বামী, পিতা, পুত্রের কন্যা, পূর্ণ ভ্রাতা ও বৈপিত্রেয় ভ্রাতা;
ঙ) পিতা, মাতা, ৪ স্ত্রী, ৩ কন্যা ও পুত্রের কন্যা।