নিচের যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন :
'সিহাহ সিত্তাহ' আরবি শব্দ। 'সিহাহ' অর্থ বিশুদ্ধ এবং 'সিত্তাহ' শব্দের অর্থ ছয়। সুতরাং 'সিহাহ সিত্তাহ' অর্থ ছয়টি বিশুদ্ধ হাদিসগ্রন্থ। ইলমে হাদিসের পরিভাষায়, বিশুদ্ধ ছয়খানা হাদিসগ্রন্থকে 'সিহাহ সিত্তাহ' বলা হয়। হিজরি প্রথম শতকের। প্রারম্ভে প্রখ্যাত উমাইয়া খলিফা ওমর ইবনে আবদুল আযিয সরকারিভাবে হাদিস লেখার নির্দেশ দেন। এ সময় প্রথম বিশুদ্ধ হাদিস 'মুয়াত্তা' সংকলন করেন ইমাম মালেক (র)। হিজরি তৃতীয় শতক হাদিস সংকলনের স্বর্ণযুগ। এ সময় ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ সংকলিত হয়। এগুলোকে একত্রে 'সিহাহ সিত্তাহ' বা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ নামে অভিহিত করা হয়।
সিহাহ সিত্তাহর সংকলকবৃন্দ
হাদিস গ্রন্থ | সংকলকের নাম ও জীবনীকাল | হাদিসের সংখ্যা |
| ১. বুখারী শরীফ | আবু আবদুল্লাহ ইবনে ইসমাঈল আল বুখারী (১৯৪-২৫৬ হিঃ) | ৭৩৯৭টি |
| ২. মুসলিম শরীফ | আবুল হোসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ (২০৪-২৬১ হিঃ) | ৪০০০টি |
| ৩. তিরমিযী শরীফ | আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা (২০৯-২৭৯ হি:) | ৩৮১২টি |
| ৪. আবু দাউদ শরীফ | আবু দাউদ সুলাইমান ইবনে আশআমা ইবনে ইসহাক (২০২-২৩হি:) | ৪৮০০টি |
| ৫. নাসাঈ শরীফ | আবু আবদুর রহমান আহমদ ইবনে শুয়াইব (২১৪-৩০৩ হিঃ) | ৪৪৮২টি |
| ৬. ইবনে মাযহ শরীফ | আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াযীদ (২০৯-২৭৩ হিঃ) | ৪৩৩৮টি |
অনুবাদ করুন:
الم - ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلوة ومما رزقتهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالأخرة هم يوقنون
الم এর মর্মার্থ বর্ণনা করুন।
মুত্তাকী কারা? অত্র আয়াতে هدى للمتقين অন্য আয়াতে هدى للناس বলা হয়েছে। এর কারণ কী?
অনুবাদ করুন:
عن ابن عمر - رضي الله تعالى عنهما -: أن رسول الله ﷺ قال: أُمرتُ أن أُقاتل الناسَ حتى يشهدوا أن لا إله إلا الله وأنَّ محمدًا رسول الله، ويُقيموا الصلاة، ويُؤتوا الزكاة، فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحقِّ الإسلام، وحسابهم على الله تعالى.
الا بحق الاسلام দ্বারা কী বুঝানো হয়েছে?
মিশকাতুল মাসাবীহ গ্রন্থের বৈশিষ্ট্য আলোচনা করুন।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?