Job

Related Question

View More

1 পেশাগত নিরাপত্তা বলতে কী বুঝায়?

Created: 1 year ago | Updated: 4 weeks ago
Updated: 4 weeks ago

পেশার সসামগ্রিক ককার্যকলাপ যাতে বাধাগ্রস্ধ না হয় তাই প্রসাশনিক নিরাপত্তাকে পেশাগত নিরাপত্তা বলে । 

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামগুলোর নামসমূহ: এপ্রোন, হ্যান্ড গ্লোভস, হেলমেট, নিরাপদ চশমা, নিরাপদ জুতা, মাস্ক, আঁটসাট পোশাক, সেফটি বেল্ট।

 

পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার শ্রেণীবিভাগ হল এমন একটি সংগঠন বা অধিকারক্ষম প্রতিষ্ঠান যা বিভিন্ন পেশাগত ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষার জন্য প্রশাসনিক এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। এই শ্রেণীবিভাগের দায়িত্ব হল নিরাপত্তার মানসম্পন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং সমস্ত কর্মক্ষমতা ও সেবা প্রদানের নিশ্চিততা অধিকার সাধন করা।

এই শ্রেণীবিভাগ মূলত দুটি প্রধান অংশে বিভক্ত হতে পারে:

১। স্বাস্থ্য শ্রেণীবিভাগ: এটি হাসপাতাল, চিকিৎসালয়, ডাক্তারদের ও অন্যান্য চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। এই শ্রেণীবিভাগের অধীনে রয়েছে সমস্ত চিকিৎসাধিকারীর নিরাপত্তা, রোগীদের সেবা ও পরিচর্যার নিরাপত্তা, ঔষধের সঠিক স্টোরেজ ও ব্যবহারের মানদণ্ড, এবং জরুরী চিকিৎসা পরিচালনার জন্য প্রস্তুতি।

২। নিরাপত্তা শ্রেণীবিভাগ: এটি ভবন, দোকান, কারখানা, অফিস, পাবলিক স্থান এবং অন্যান্য সমস্ত জায়গার জন্য প্রযোজ্য। এই শ্রেণীবিভাগের কাজ হল অগ্নিশমন, জব্দ ও নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি, নিরাপত্তার মানসম্পন্নতা, এবং নিরাপত্তার সুরক্ষা ও সংরক্ষণের প্রক্রিয়াগুলি বিশেষজ্ঞদের কাছে সংশ্লিষ্ট রাখা।

পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার শ্রেণীবিভাগ প্রতিষ্ঠান অধীনে শিক্ষার্থীদের, সাধারণ মানুষের এবং সংস্থার মানসম্পন্নতা এবং সহযোগিতার জন্য সুরক্ষা ও প্রদর্শন বাড়ানো হয়।

4 ইটের মাঠ পরীক্ষাগুলো কী কী ?

Created: 1 year ago | Updated: 3 months ago
Updated: 3 months ago

ইটের মাঠ পরীক্ষাগুলো নিম্নরূপ: 

১) প্রথম শ্রেণীর ইট টেকসই, মজবুত, শক্ত, দৃঢ়বদ্ধ গঠন, ফাটল মুক্ত, ঝাঝরাবিহীন হবে।

২) প্রথম শ্রেণীর ইট গাঢ় লাল তাম্র বর্ণের হবে।

৩) ২৪ ঘন্টা ভিজিয়ে রাখলে ইটের নিজস্ব ওজনের ১/৬ অংশের বেশি পানি শোষণ করবে না।

৪) নখ বা ছুড়ি দ্বারা স্বাভাবিক আচড় দেওয়া যাবে না।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...