Job

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ১১ টি সেক্টর সম্পর্কে লিখুন

Created: 2 years ago | Updated: 3 months ago
Updated: 3 months ago
Ans :

প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নির্দেশে সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল এম এ জি ওসমানী সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র যুদ্ধ ক্ষেত্রকে ১১টি সেক্টরে(২৯,২৩,২২,২০,১৯,১৫বিসিএস) এবং ৬৪টি সাব-সেক্টরে ভাগ করেন। প্রতিটি সেক্টরের দায়িত্ব একজন সেক্টর কমান্ডারের উপর ন্যস্ত ছিল।

 

সেক্টর
সাবসেক্টর৫টি
সদরদপ্তরশিলং

 

অঞ্চল

 

চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী জেলার মুক্তিযুদ্ধের আওতাধীন নদী পর্যন্ত এলাকা।

 

সেক্টর
সাবসেক্টর-
সদরদপ্তরমেলাঘর
বৈশিষ্ট্য ক্র্যাক প্লাটুন

 

অঞ্চল

 

নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত,

কুমিল্লা জেলা, 

সিলেট জেলার হবিগঞ্জ (বর্তমানে জেলা),

ঢাকা, ফরিদপুর জেলার কিছু অংশ।(১৮বিসিএস)

 

সেক্টর
সাবসেক্টর১০টি
সদরদপ্তরহেজামারা
বৈশিষ্ট্য ১০০০০ গেরিলা ছিলো

 

অঞ্চল

 

আখাউড়া।

ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা।

সিলেট, ঢাকা জেলার অংশবিশেষ ও কিশোরগঞ্জ।

 


 

 

সেক্টর
সদরদপ্তরখোয়াই

 

অঞ্চল

 

সিলেট জেলার পূর্বাঞ্চল।

খোয়াই - শায়েস্তাগঞ্জ রেললাইন পর্যন্ত।

খোয়াই - শায়েস্তাগঞ্জের ডাউকি সড়ক পর্যন্ত।

 

সেক্টর
সদরদপ্তরশিলং

 

অঞ্চল

 

সিলেট জেলার পশ্চিমাঞ্চল।

সিলেট- ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ- ময়মনসিংহ সড়ক পর্যন্ত এলাকা।

আজমেরীগঞ্জ ও লখাইয়ের পশ্চিমাঞ্চল।

 

সেক্টর
সাবসেক্টর৫টি
সদরদপ্তরপাটগ্রাম

 

অঞ্চল

 

রংপুর জেলা, দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা (বর্তমানে জেলা)।

 

সেক্টর
সাবসেক্টর৮টি
সদরদপ্তরমুজিবনগর (মেহেরপুর)

 

অঞ্চল

 

দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা।

 

সেক্টর
সাবসেক্টর৮টি

 

অঞ্চল

 

কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর-সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা।

 

সেক্টর
সাবসেক্টর৩টি

 

অঞ্চল

 

দৌলতপুর-সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা। 

 

১৫ আগস্ট চট্টগ্রাম বন্দরে ১৭টি জাহাজ ধ্বংস করে। প্রশিক্ষণ নেয় ৩৫৭ জন।

 রুহুল আমিন

 

সেক্টর১০
বৈশিষ্ট্য প্রধান সেনাপতি বিশেষ বাহিনী

 

অঞ্চল

 

দশ নম্বর সেক্টরের অধীনে ছিল নৌ-কমান্ডো,(৩৯বিসিএস) সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ। মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নৌ কমান্ডারগণ যখন যে সেক্টরে কাজ করেছেন, তখন সেসব সেক্টর কমান্ডারগণের নির্দেশ মোতাবেক কাজ করেছেন।

 

সেক্টর১১
সদরদপ্তরমহেন্দ্রগঞ্জ

 

অঞ্চল

 

কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা।

2 years ago

সাধারণ জ্ঞান

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...