WTO-World Trade Organization

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
2.4k
  • WTO- World Trade Organization. 
  • সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
  •  WTO প্রতিষ্ঠিত হয়- ১ জানুয়ারি, ১৯৯৫ সালে। 
  •  WTO এর পূর্বসুরী সংস্থা- GATT.
  • GATT প্রতিষ্ঠিত হয়- ১৯৪৮ সালে ২৩ সদস্য নিয়ে। 
  •  বাংলাদেশ WTO এর সদস্যপদ লাভ করে- ১ জানুয়ারি, ১৯৯৫।
Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা
জলবায়ু বিষয়ক সমাধান
বিশ্ববাণিজ্য সহায়তাকরণ
মানবাধিকার পর্যবেক্ষণ

উরুগুয়ে রাউন্ড

1.6k

উরুগুয়ে রাউন্ড ছিল বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার (MTN) অষ্টম রাউন্ড, যা ১৯৮৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড (GATT)-এর আওতায় পরিচালিত হয় এবং এতে ১২৩টি দেশ অংশগ্রহণ করে। এই রাউন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন ছিল বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রতিষ্ঠা, যা ১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয় এবং GATT-কে একটি বিস্তৃত প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করে। উরুগুয়ে রাউন্ডের লক্ষ্য ছিল কৃষি ও বস্ত্রের মতো সংবেদনশীল খাতে বাণিজ্য উদারীকরণ, পরিষেবা বাণিজ্য (ব্যাংকিং, বীমা ইত্যাদি) উন্মুক্ত করা, বৌদ্ধিক সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা এবং বিদেশি বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ কমানো। ১৯৮৬ সালে উরুগুয়ের পুন্টা দেল এস্তেতে এই রাউন্ডের সূচনা হয় এবং দীর্ঘ আলোচনার পর ১৯৯৪ সালে মরক্কোর মারাকেশে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। কৃষি বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতবিরোধের কারণে আলোচনা বিলম্বিত হলেও শেষ পর্যন্ত “ব্লেয়ার হাউস চুক্তি”-র মাধ্যমে সমঝোতা হয়। GATT ব্যবস্থার ইতিহাসে উরুগুয়ে রাউন্ডকে সবচেয়ে গভীর ও গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে বিবেচনা করা হয়।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...