Zero Conditional

- English - English Grammar | | NCTB BOOK

Structure of Zero Conditional

 If + present simple + present simple-এ গঠনটি সাধারণত চিরন্তন সত্য (Universal Truth), বৈজ্ঞানিক সত্য (Scientific Truth) এবং অভ্যাসগত সত্য অর্থ প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং নিশ্চয়তামূলক অর্থ প্রকাশ করে ।

Water boils if  you heat it to 100 degree Centigrade.

Hints: যদিও এই উদাহরণটি conjunction এর সাথে সংশ্লিষ্ট, তবুও এখানে লক্ষণীয় যে If Clause এবং Result Clause উভয়টিতে Present simple tense ব্যবহৃত হয়েছে যা দ্বারা একটি বৈজ্ঞানিক সত্য প্রকাশ পেয়েছে। তেমনিভাবে If I drink coffee, i get a headache' বাক্যটিতে অভ্যাসগত সত্য প্রকাশ পেয়েছে। উল্লেখ্য, Zero Conditional-এর Result Clause এ Future Indefinite এ ব্যবহার করা যায়। 

যেমন-- If a ruby is heated, it will temporarily lose its colour.

Content added || updated By
Promotion