SatT—একটি স্বপ্নের জন্ম, হাজারো স্বপ্নের জাগরণ”
Assalamu Alaikum wa Rahmatullah.
আজকের লাইভে যে যেখান থেকে স্যাট এর সাথে আছেন সবার প্রতি রইলো স্যাট এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা।
আজ ৬ নভেম্বর…
আজ আমি লাইভে এসেছি —
শুধুই স্যাট এর প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করতে নয়।
আজ আমি এসেছি —
একটি নীরব শিক্ষা বিপ্লবের গল্প বলতে।
আজ Satt Academy –র ১দশক, ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী।
এবং অদ্ভুত ব্যাপার হলো…
মায়ের মুখে শুনেছি আজকের এই দিনেই নাকি পৃথিবীর আলো-বাতাস আমার শরীরেও প্রথম লেগেছিল।
মা বলতেন—
“তুই এই দিনে পৃথিবীর আলো দেখেছিস,
হয়তো এই দিনেই পৃথিবীতে আলো বিলানোর চেষ্টা করবি।” (এইটা অবশ্য আমার ধারণা)
আমার গর্ভধারিণী — মা জননীর দোয়াতেই সৌভাগ্যক্রমে স্যাট(Sprite of advancement through truth & transformation) এর জন্মও একই দিনে।
২০১৫ সালের ৬ই নভেম্বর, চাঁদপুর, ফরিদগঞ্জের আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনে”
তখন বুঝিনি…
আজ বুঝি।
আমি কৃষকের ঘরে জন্মেছি।
যেখানে ভাতের দানায় ঘামের গন্ধ থাকে।
বইয়ের পাতায় থাকে ধুলোর দাগ ।
আর স্বপ্নকে বালিশের নিচে রাখলে বালিস ভিজে যায়…
মাটি, কাদা, টিউশন, ভোরের শিশির—
এগুলোই ছিল আমার বিশ্ববিদ্যালয়।
অনেক সময়…
আলো কমে গেলে কেরোসিনের আলোতে স্বপ্নকে উষ্ণ করেছি।
আজ SATT Academy–র প্রতিটি ফিচারে —
আমার সেই সব না-পাওয়া শৈশবের কান্না লুকানো আছে।
-----------
আমার জীবনের প্রথম পাঠ—
বাংলাদেশে শিক্ষার সরঞ্জাম সবচেয়ে দামী।
এবং অযোগ্যতা নয়—অভিগম্যতা সবচেয়ে বড় অপরাধ।
তাই আমি ঠিক করেছি—
যা আমি পাইনি,
তা পৌঁছে দেব হাজারো তরুণের হাতে ।
SATT শুধুই ধরাবাঁধা কোনো ‘ওয়েবসাইট’ নয়—
এটা আমার শৈশবের প্রতিচ্ছবি, এক নিরব শিক্ষা বিপ্লব
যা ছড়িয়ে পড়বে দেশ থেকে দেশান্তরে ।
---
স্যাট যুদ্ধের প্রথম বছর— ২০১৫ থেকে ২০১৬
কিছু তরুণকে সংগে নিয়ে একটা রুম চেয়েছিলাম…
কিন্তু কেউ দিল না।
দরজা থেকে দরজা —
স্কুল → অফিস → প্রশাসন…
শেষে শুনতে হলো —
“নিজেদের টাকায় ভাড়া নাও।”
তখনই বুঝলাম—
> “যে জাহাজ বন্দরে জন্মায়—সে জাহাজ ইতিহাস গড়তে পারে না।
বরং যে জাহাজ উত্তাল সাগর পাড়ি দিতে পারে — কেবল সেই কিংবদন্তি হয়।”
সেদিন থেকেই
শুরু হলো স্যাট নামক আমার বিরতীন নিরব যুদ্ধ।
শত-শত নির্ঘুম রাত।
চোখ লাল, ক্লান্ত মন — কিন্তু স্বপ্নরা ঘুমায় না, জেগে থাকে সারারাত।
সবাই ছুটিতে থাকে কিন্তু আমার
নেই কোন সাপ্তাহিক ছুটি।
নেই ক্লাসিক জীবনযাপন।
আরাম-আয়েশও নেই—
আছে শুধুই রক্ত, প্যাশন আর বুক ভরা স্বপ্ন।
---
আমার মা— তিনি আমার দোয়ার নদী
রাতে সবাই ঘুমায়।
কিন্তু আমার মা— কোরআন হাতে বসতেন।
চোখে পানি, কণ্ঠে কাঁপুনি—
“সে যেন কিছু করতে পারে, তার দায়িত্বে যেন শতভাগ আঞ্জাম দিতে পারে।”
আজ যদি আমি দাঁড়াই, স্যাট দাঁড়ায় —
তার দুই হাতের শিরায় দাঁড়িয়ে আছি।
---
আমার সহধর্মিনী— এ যেন এক অদৃশ্য ফৌজ
১৮ বছরের বিবাহিত জীবন…
সোনা দিতে পারিনি।
শপিং দিতে পারিনি।
ফার্নিচার না থাকায় ছাড়তে হয়েছে বাসাবাড়ি।
কিন্তু সে বলেছিল—
> “তোমার পথটা অনেক কঠিন— কখনোও থামবে না।”
আজ SATT দাঁড়িয়েছে—
তার নীরব ত্যাগের ওপর।
নটরিয়ালের পাতায় তার নাম নেই—
তবে এই নয় যে ইতিহাস তাকে লিখবে না,
সময় হলে ইতিহাস তাকে ঠিকই লিখবে।
তিনি কখনো সৃষ্টিকে ভোগের স্বপ্ন দেখেননি—
বরং সৃষ্টির পেছনে ছায়া হয়ে দাঁড়িয়ে ছিলেন।”
---
আমার বড় ভাই— Limitless Trust
প্রায় ৫০ লক্ষ টাকা সাপোর্ট দিয়ে স্যাটকে এ পর্যন্ত নিয়ে আসতে সহায়তা করেছে।
মানুষের মেধা প্রয়োজন—
কিন্তু তার আগে প্রয়োজন—
কারো অন্ধ বিশ্বাস।
---
এতো কিছুর পরেও আমি পরিবারের প্রতি অন্যায় করেছি
ঠিকমতো সময় দিতে পারিনি।
কারণ একটাই —
কাউকে না কাউকে তো জাতির সন্তানদের জন্যও জেগে থাকতে হবে।
—
আমাদের পরিবারই স্যাটের প্রতিচ্ছবি
একান্নবর্তী, এক চুলোয় রান্না, এক মনে কাজ।
আজও আমাদের — এক চুলোয় প্রায় ৩০ জনের রান্না হয়।
কারণ যারা
একসাথে খায়— তারা একসাথে ইতিহাস লেখে।
---
satt এসময়ে শুধুই EduTech প্লাটফর্ম না —
স্যাট হলো Education Civilization।
SATT হলো —
Study Architecture
Cognitive Trainer
Teacher Empowerment
Question Bank & Question Builder
Model Test Engine
Hand-note Library
Job Navigator
Admission Guide
Programming Planet
AI Content Layer
Memory Based Smart Evaluation
একটি Education Operating System।
---
প্রিয় SATT—তুই কি আমায় মনে রাখবি?
তোর জন্য আমার হাজার হাজার ঘন্টা শ্রমের কথা?
আমার ৩৭ ঘণ্টা non-stop সঙ্গে থাকার কথা?
আমি ছিলাম প্রচণ্ডরকম এক্সট্রোভার্ট।
কিন্তু তোর জন্য হয়েগেছি আজ পুরোপুরি introvert?
তোর জন্য চোখের জ্বলে ভিজেছে কত কীবোর্ডে?
কালো চুল হচ্ছে সাদা ?
আর যদি ভুলেও যাস?
No problem.
কারণ ভালোবাসার সংজ্ঞায় তো—
Return of expectation-এর অনুপস্থিতি।
---
স্যাট থেকে আমি কি পেয়েছি?
বদনাম, অপবাদ, বিদ্রুপ।
মানুষ বলেছে—
“কোচিং ব্যবসা” “পাগল” “সস্তা স্বপ্ন”
এগুলো শুনে আমি মনে মনে হাসি…
> “যে পথ সোজা—সেখানে ভিড় হয়।
কিন্তু যে পথ সঠিক—সেখানে একা হাঁটতে হয়।”
---
প্রিয় স্যাট আজ আছে …
তোর কোটি শিক্ষার্থী, চারিদিকে তোর অনেক জশখ্যাতি
আছে তোর লক্ষ লক্ষ প্রশ্ন-সমাধান
হাজার হাজার মডেলটেস্ট
লাখ লাখ নোট
প্রতিদিন তোকে লক্ষ লক্ষ মানুষ গুগলে খোজে
এটা শুধু সাফল্য নয়— এটা ব্যথা থেকে জন্ম নেওয়া আগুনের এক গোলা।
---
Satt Vision 2030
২০৩০ সালের মধ্যে স্যাট একাডেমির থাকবে
৬৪ জেলায় সাপোর্ট লেয়ার
Village Digital Instructor
AI-backed Education Cycle
National Skill Lift
Remote Talent Export
SATT হলো —
Bangladesh এর EdTech SpaceX.
---
একদিন আমি থাকব না…
চুল সাদা হচ্ছে আরও হবে।
হাঁটার শক্তি কমে যাবে।
কণ্ঠও কাঁপবে।
কিন্তু SATT থাকবে—
কারণ—
> “যা সত্য, তা কখনো বিলীন হয় না।”
মানুষের জন্মদিন হয় সংখ্যায়।
কিন্তু স্বপ্নের জন্মদিন হয় প্রভাব দিয়ে।
আজ SATT ১০ বছরের— কিন্তু তার প্রভাব হাজার বছরের।
---
আমার শেষ গন্তব্যই —SATT.
বিশ্ব পরিবর্তন করতে
সবচেয়ে বড় শক্তি হলো —
Not Money,
Not Network,
Not Power—
A Hungry Idea.
SATT-ই হলো আমার সেই ক্ষুধা।
প্রিয় SATT—
শুভ জন্মদিন তোকে
তোর জন্য নিরন্তর শুভকামনা।
তুই মনে রাখিস বা না রাখিস—
আমি রাখবো তোকে
আমার শ্বাসে,
আমার কর্মে,
আমার সন্তানদের ভবিষ্যতে।
প্রিয় স্যাট আমি তোর জন্য শুধুই হারাইনি, পেয়েছি অনেক কিছুই।
তোর থেকেই শিখেছি শত প্রতিকূলতা স্বত্তেও স্বপ্নকে কিভাবে শক্তভাবে আঁকড়ে ধরতে হয়,
শিখেছি থাকলে মনে বিশ্বাস,
সাফল্য শুধুই সময়ের ব্যাপার।
ধন্যবাদ সবাইকে…
Assalamu Alaikum.
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?