Edit Question

Please correct the error and update
To edit a question please, login first. click here to login
Des : 1

জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে যোজ্যতা হ্রাস করে বিজারিত হয়।

বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে যোজ্যতা বৃদ্ধি করে জারিত হয়।

Des : 2

জারণ-বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অপর বিক্রিয়ক পদার্থকে জারিত করে, তাকে জারক পদার্থ বলে । জারক পদার্থ হলো ইলেকট্রন গ্রহীতা ।

• গ্যাসীয় জারক পদার্থ : ফ্লোরিন (F2), ক্লোরিন, অক্সিজেন, ওজোন, সালফার ডাইঅক্সাইড (SO2), নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2)
• তরল জারক পদার্থ : তরল ব্রোমিন, হাইড্রোজেন পারঅক্সাইড (H2O2), নাইট্রিক এসিড, গাঢ় H2SO4 এসিড ইত্যাদি
• কঠিন জারক পদার্থ : আয়োডিন, পটাসিয়াম পারম্যাঙ্গানেট (KMnO4), পটাসিয়াম ডাইক্রোমেট (K2Cr2O7), পটাসিয়াম ক্লোরেট (KClO3), ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (MnO2), ফেরিক ক্লোরাইড (FeCl3) ইত্যাদি

Promotion
;
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...