Energy is released।
ইলেকট্রন যখন উচ্চতর শক্তিস্তর হতে নিম্নস্তরে পতিত হয় তখন সে তার অতিরিক্ত শক্তিকে আলোর আকারে বিকিরণ করে। এই প্রক্রিয়াটিকে ফোটন নির্গমন বলা হয়।
ফোটন নির্গমন একটি শক্তি-সংরক্ষণকারী প্রক্রিয়া। ইলেকট্রন যখন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নস্তরে পতিত হয় তখন সে তার অতিরিক্ত শক্তিকে আলোর আকারে বিকিরণ করে। এই আলোর শক্তি ইলেকট্রনের আগের শক্তির থেকে কম। সুতরাং, বলা যায় যে ইলেকট্রন যখন উচ্চতর শক্তিস্তর হতে নিম্নস্তরে পতিত হয় তখন শক্তি নির্গত হয়।