নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম-আণবিক ভরকে ঐ দ্রবণের মোলারিটি বলা হয়।
মোলারিটি (M) = মোল দ্রবীভূত পদার্থ / দ্রবণের আয়তন (লিটার)
উদাহরণস্বরূপ:
- 1 লিটার দ্রবণে 1 মোল NaCl দ্রবীভূত থাকলে ঐ দ্রবণটি 1M NaCl দ্রবণ।
- 1 লিটার দ্রবণে 0.5 মোল H2SO4 দ্রবীভূত থাকলে ঐ দ্রবণটি 0.5M H2SO4 দ্রবণ।