লোহার কুরী বিন্দু 770°C। এই তাপমাত্রার উপরে লোহার চৌম্বকত্ব হারিয়ে যায়। লোহার অণুগুলির চৌম্বক ভ্রামকগুলি 770°C তাপমাত্রায় নৈরাকার হয়ে যায় এবং একে অপরের সাথে সারিবদ্ধ থাকে না। ফলে লোহা চুম্বক হয়ে যায় না।
লোহার কুরী বিন্দু একটি গুরুত্বপূর্ণ পরামিতি যা লোহার চৌম্বক বৈশিষ্ট্যগুলির উপর প্রভাব ফেলে। লোহার কুরী বিন্দু বেশি হলে লোহা বেশি তাপমাত্রায় চুম্বক থাকে।